কলকাতা: ভিআইপি কার্ড তুলে দেয়ার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার থেকে আর ভিআইপি, টিআইপি কিছু হবে না৷ সবাইকে লাইনে দাঁড়িয়ে দেখতে হবে পুজো৷ একই সঙ্গে বেশি কিছু ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
এদিন পুজো কমিটি মুখ্যমন্ত্রী বিদ্যুতে ২৫ শতাং ছাড় দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ পুজোর অনুদাম বাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আর্থিক অবস্থা খারাপ৷ তবুও আমরা গত বার ১০ হাজার টাকা করে দিয়েছিলাম৷ এবার অনেক অর্থকষ্টের মধ্যে থেকেও আমরা সেটা বাড়িয়ে ২৫ হাজার টাকা করলাম৷’’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম৷
এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পুজো নিয়ে রাজনীতি হোক, তিনি চান না৷ ফলে, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে সুষ্ঠু ভাবে পুজো করাও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷
এদিন ভিআইপি গেট নিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের চিহ্নিত করে বলেন, এবার থেকে কিন্তু আর ভিআইপি গেট হবে না৷ ভিআইপি গেট করে কোনও দর্শনার্থীকে ঢোকানো হবে না৷ সবাইকে লাইন দিয়ে ঢুকাতে হবে৷ এই সমস্ত কিন্তু আর চলবে না৷
জানিয়ে দেন, পুজোর ভিড়ে লাল বাতি নিয়ে কেউ যদি করে ঘুরতে থাকে তাঁদেরও বারণ করা হবে৷ ঠাকুর দেখতে হলে দিনে যান না৷ ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে কী লাভ? লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখুন৷ আমি নিজেও যখন বিমানবন্দরে যাই তখনই লাইনে দাঁড়ায়৷