মুখ্যমন্ত্রী নিজেই নিজের কবর খুঁড়ছেন, মমতাকে বার্তা অপর্ণার

কলকাতা: জয় শ্রীরাম ধ্বনি নিয়ে চলতে থাকা বিতর্কে প্রতিক্রিয়া দিলেন অপর্ণা সেন৷ মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে অপর্ণা জানান, রাজনীতিতে ধর্মীয় স্লোগানের ব্যবহার করা উচিত নয়৷ এর বিরোধীতা করাও ক্ষতিকর৷ ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেলা কখনই উচিত নয়৷ গুলিয়ে ফেললেই সমস্যা৷ ফলে, এই নিয়ে বুঝেশুনে মন্তব্য করা প্রয়োজন বলেও জানান তিনি৷ তিনি মনে করেন,

মুখ্যমন্ত্রী নিজেই নিজের কবর খুঁড়ছেন, মমতাকে বার্তা অপর্ণার

কলকাতা: জয় শ্রীরাম ধ্বনি নিয়ে চলতে থাকা বিতর্কে প্রতিক্রিয়া দিলেন অপর্ণা সেন৷ মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়ে  সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে অপর্ণা জানান, রাজনীতিতে ধর্মীয় স্লোগানের ব্যবহার করা উচিত নয়৷ এর বিরোধীতা করাও ক্ষতিকর৷ ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেলা কখনই উচিত নয়৷ গুলিয়ে ফেললেই সমস্যা৷ ফলে, এই নিয়ে বুঝেশুনে মন্তব্য করা প্রয়োজন বলেও জানান তিনি৷

তিনি মনে করেন, স্লোগান দেওয়ার অধিকার সকলেরই আছে৷  তবে, এটাও বুঝতে হবে, গণতন্ত্রে জয় শ্রীরাম, আল্লাহু আকবর, জয় মা কালী বলার অধিকার সবার আছে৷ মমতা যেভাবে গাড়ি থেকে বেরিয়ে জয় শ্রীরাম ধ্বনির বিরুদ্ধে যা করেছেন তা ঠিক নয়৷ অশ্রাব্য কথা বলাও মেনে নেওয়া যায় না বলেও জানান তিনি৷

বলেন, ‘‘মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছেন মমতা৷ অনেক কাজও করেছেন তিনি৷ রাস্তার অবস্থাও ভাল হয়েছে৷  মাওবাদী সমস্যা মিটেছে৷ পাহাড়ও শান্ত৷ কিন্তু তাঁর সমস্ত আচরণ ঠিক নয়৷’’ মুখ্যমন্ত্রীকে অপর্ণার পরামর্শ, ‘‘ক্ষমতায় থাকতে গেলে ধৈর্য ধরা জরুরি৷ যা মাথায় আসছে, সেটাই বলে ফেলছেন মমতা৷ এই অভ্যাস বদল করার প্রয়োজন৷ আপনার পাশে অমিত মিত্র থেকে সৌগত রায়ের মতো মানুষ আছেন৷ প্রয়োজনে তাঁদের সাহায্য নিন৷ মমতার আচরণের জন্য রাজ্যের মানুষের খারাপ লাগছে৷ এ ধরনের কাজ করে নিজের বিপক্ষে নিয়ে যাচ্ছকে মমতাকে৷ মুখ্যমন্ত্রী নিজেই নিজের কবর খুঁড়ছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =