কলকাতা: ভোটের ফল পর্যালোচনা বৈঠক থেকে হুগলি নেতৃত্বকে কড়া ভাষায় ধমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরম হন৷ কাটমানি খাওয়ার অভিযোগ উঠলে সরাসরি গ্রেপ্তারির বার্তাও দিয়েছিলেন দলনেত্রী৷ এবার কাটমানি খাওয়া প্রবণতা রুখতে নয়া সেল গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই জানান, কাটমানি রুখতে মনিটরিং সেল অন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভ্যান্সেস গঠন করা হবে৷ যার মাথায় বসানো হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন সেনা আধিকারিক কর্নেল দীপ্তেন্দু চৌধুরীকে৷ সরকারি পরিষেবা থেকে বঞ্চিতদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কেউ সরকারি বরাদ্দ থেকে চাইছে কাটমানি৷ এবার থেকে এরকম যে কোনও সমস্যার সম্মুখীন হওয়া সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে৷ অভিযোগ জানানো যাবে টোল ফ্রি টেলিফোন নম্বরে, এসএমএস ও ই-মেল করেও৷ মুখ্যমন্ত্রী জানান, অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫৮২৪৪৷ এসএমএস করা যাবে ৯০৭৩৩০০৫২৪ নম্বরে৷ ই-মেলে অভিযোগ জানানোর আইডি হল, wbcmro@gmail.com। মমতা বলেন, অভিযোগ জমা পড়ার পর তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷