চতুর্থ দফার নির্বাচনে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। গত ৩ দফার ভোটের থেকে চতুর্থ দফায় আরও বেশি বাহিনী মোতায়েন করছে কমিশন৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি কেন্দ্রে থাকবে কড়া নজরদারি৷ আগামী সোমবার চতুর্থ দফার ভোটে বাংলায় ১০০ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। কমপক্ষে ৫৮০

চতুর্থ দফার নির্বাচনে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। গত ৩ দফার ভোটের থেকে চতুর্থ দফায় আরও বেশি বাহিনী মোতায়েন করছে কমিশন৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় ১০০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি কেন্দ্রে থাকবে কড়া নজরদারি৷

আগামী সোমবার চতুর্থ দফার ভোটে বাংলায় ১০০ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। কমপক্ষে ৫৮০ কোম্পানি বেশি বাহিনীর ব্যবস্থা করেছে কমিশন৷ প্রথম ঠিক হয়েছিল, ৩২৪ কোম্পানি বাহিনী দিয়ে ভোট করানো হবে৷ কিন্তু, গত তিন দফার ভোটের গতিপ্রকৃতি দেখে বাহিনী বাড়ানো সিদ্ধান্ত কমিশনের৷

চতুর্থ দফায় বাংলার ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে ভোট ২৯ এপ্রিল। বিশেষ করে আসানসোল ও বীরভূমের উপর বাড়তি নজর দিচ্ছে কমিশন। আসানসোল ও বীরভূমে সব বুথেই বাহিনী রাখার কথা আগেই জানিয়েছিল কমিশন৷ এবার বাকি ছ’য় কেন্দ্রেও বাহিনী নিশ্চিত করছে কমিশন৷ তৃতীয় দফার ভোটে বাংলার ৯২ শতাংশ বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৩২৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়৷ কিন্তু তা সত্ত্বেও তৃতীয় দফার ভোটে প্রাণহানি ঘটনা এড়ানো যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =