কলকাতা : নির্বাচনে পুলিস পর্যবেক্ষক নিয়োগে স্বচ্ছ্বতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। বুধবার, দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে একটি ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আরএসএসের অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত কে কে শর্মাকেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পুলিস পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস ঘনিষ্ট বিজেপির হাওড়ার প্রার্থী সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তও। ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কী ভাবে আরএসএস ঘনিষ্ট পুলিস আধিকারিক নিরপেক্ষ পর্যবেক্ষক হতে পারেন? কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে রাজ্যের পুলিস আধিকারিকদের উপস্থিতি নিয়ে রাজনীতিতে অনেক জলঘোলা হয়। প্রশ্নের মুখে পড়তে হয় উচ্চপদস্থ পুলিস আধিকারিকদেরও। এবার সেই অস্ত্রেই পালটা কেন্দ্রকে তোপ দাগলেন মমতা।
স্বচ্ছ্বতা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
কলকাতা : নির্বাচনে পুলিস পর্যবেক্ষক নিয়োগে স্বচ্ছ্বতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। বুধবার, দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে একটি ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আরএসএসের অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত কে কে শর্মাকেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পুলিস পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস ঘনিষ্ট বিজেপির হাওড়ার প্রার্থী সাংবাদিক