বেছে বেছে পুলিশকর্তাদের তলব করছে সিবিআই, অভিযোগ রাজীব আইনজীবীর

কলকাতা: সারদা তথা চিটফান্ড মামলার তদন্তে এক টাকাও উদ্ধার করতে পারেনি সিবিআই৷ অথচ, তারাই রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী বাহিনীর বাছাই করা কয়েকজন সদস্যকে জেরা করতে চাইছে৷ ২২ জুলাই পর্যন্ত আইনি রক্ষাকবচের ঘেরাটোপে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের তরফে এমনই কটাক্ষ করা হয়৷ তাঁকে পাঠানো সিবিআই নোটিসের যৌক্তিকতা ও বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন ওই

বেছে বেছে পুলিশকর্তাদের তলব করছে সিবিআই, অভিযোগ রাজীব আইনজীবীর

কলকাতা: সারদা তথা চিটফান্ড মামলার তদন্তে এক টাকাও উদ্ধার করতে পারেনি সিবিআই৷ অথচ, তারাই রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী বাহিনীর বাছাই করা কয়েকজন সদস্যকে জেরা করতে চাইছে৷ ২২ জুলাই পর্যন্ত আইনি রক্ষাকবচের ঘেরাটোপে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের তরফে এমনই কটাক্ষ করা হয়৷

তাঁকে পাঠানো সিবিআই নোটিসের যৌক্তিকতা ও বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন ওই পুলিশকর্তা৷ বেশ কয়েকবার মামলার শুনানির তারিখ বদল হওয়ার পর বুধবার তা শুরু হয়৷ আইনজীবী মিলন মুখোপাধ্যায় হাইকোর্টকে জানান, চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সূত্রে সংগৃহীত যাবতীয় তথ্য সিবিআইকে ২০১৪ সালেই হস্তান্তর করা হয়েছে৷ সেই তদন্তকারী দল বা সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য ছিলেন অন্তত ১২১ জন৷ তাঁদের মধ্যে বাছাই করা কয়েকজনকে সিবিআই ডেকে পাঠাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =