কলকাতা: ফের সারদাকাণ্ডের একগুচ্ছ তথ্য সহ দুই ট্রাঙ্ক ভর্তি নথির দখলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ রাজ্য সরকারের গঠিত সিটের তরফে আরও এক দফায় বিশাল পরিমাণ নিথপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়৷
সিবিআই সূত্রে খবর, গত তিন দিনে এই নিয়ে সিটের তরফে ৬ ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়৷ কেন এত দিন পর এই নথি দেওয়া হল? তা নিয়ে এবার কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ৷
সিটের তৎকালীন অফিসাররা জানিয়েছেন, সারদার এই নথি তাদের কাছে চায়নি সিবিআই৷ ফলে, সিবিআইকে দেওয়া হয়নি৷ এখন চাওয়া হয়েছে, তাই তা তুলে দেওয়া হল৷ সিবিআই সূত্রে খবর, আগেও একাধিকাব নথি চাওয়া হলেও তা পাওয়া যায়নি৷ সিবিআই সূত্রে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যখন সারদা মামলার তদন্তভার তাদের হাতে আসে, তখন কেন সিটকের কর্তা এই নিয়ে মুখ খোলেননি৷ সিবিআইয়ের আশঙ্কা, এতদিন পর এই বিপুল পরিমাণ নথিতে বেশ কিছু পরিবর্তন করে তবেই হাতবদল করা হয়েছে৷