মামলার জট এবার লোকসভা নির্বাচনেও, সুপ্রিম কোর্টে ২১ দল

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শুরু হতে আর একমাসও বাকি নেই। তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২১টি বিরোধী দল৷ ইভিএম মেশিনে যাতে কোনও কারচুপি না করা হয়, তার দাবি জানিয়ে দায়ের মামলা৷ শুক্রবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে৷ আরও সুরক্ষিত হোক ইভিএম৷ ভোট চুরি রুখতে আরও কড়া পদক্ষেপ নিক সুপ্রিম কোর্ট৷ এমনটাই চান পিটিশনররা। এছাড়া, ভোটিং

d3da88acd212ac4a22942466e232c45e

মামলার জট এবার লোকসভা নির্বাচনেও, সুপ্রিম কোর্টে ২১ দল

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শুরু হতে আর একমাসও বাকি নেই। তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২১টি বিরোধী দল৷ ইভিএম মেশিনে যাতে কোনও কারচুপি না করা হয়, তার দাবি জানিয়ে দায়ের মামলা৷ শুক্রবার এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে৷

আরও সুরক্ষিত হোক ইভিএম৷ ভোট চুরি রুখতে আরও কড়া পদক্ষেপ নিক সুপ্রিম কোর্ট৷ এমনটাই চান পিটিশনররা। এছাড়া, ভোটিং মেশিনের সঙ্গে ভিভিপ্যাট গণনার আবেদন করেছেন পিটিশনাররা। যে যে বিরোধী দল সংশ্লিষ্ট পিটিশনটি করেছে, তাদের মধ্যে রয়েছে- কংগ্রেস, তেলুগু দেশম পার্টি, এনসিপি, আম আদমি পার্টি, বামফ্রন্ট, সমাজবাদী পার্টি৷

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিজেপির দুর্দান্ত জয়ের পর বিরোধীরা অভিযোগ তুলেছিল ভোটিং মেশিনে কারচুপি করা হয়েছে। এমনকি, পেপার ব্যালটের দাবিও তুলেছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *