‘পাকিস্তানের দালাল’, নিজের দুর্গেই বিক্ষোভের মুখে অধীর

বহরমপুর: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সংসদে অধীর চৌধুরীর মন্তব্য নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি৷ এবার কংগ্রেস দলনেতা সেই মন্তব্যের রেশ পৌঁছাল মুর্শিদাবাদের শান্তিপুরে৷ ‘পাকিস্তানের দালাল’ বলে এবার অধীর চৌধুরীকে নিজের দুর্গেই শুনতে হল কটাক্ষ৷ দেখান হল কালো পতাকা৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর অধীর বাবুকে দেখা যাচ্ছে, একদল জনতা কংগ্রেস দলনেতাকে ঘিরে ধরেছে

f0809b891548a026e17c6e2f60c761bb

‘পাকিস্তানের দালাল’, নিজের দুর্গেই বিক্ষোভের মুখে অধীর

বহরমপুর: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সংসদে অধীর চৌধুরীর মন্তব্য নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি৷ এবার কংগ্রেস দলনেতা সেই মন্তব্যের রেশ পৌঁছাল মুর্শিদাবাদের শান্তিপুরে৷ ‘পাকিস্তানের দালাল’ বলে এবার অধীর চৌধুরীকে নিজের দুর্গেই শুনতে হল কটাক্ষ৷ দেখান হল কালো পতাকা৷

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর অধীর বাবুকে দেখা যাচ্ছে, একদল জনতা কংগ্রেস দলনেতাকে ঘিরে ধরেছে দেখানো হয়েছে কালো পতাকা৷ পাকিস্তানের দালাল বলে মুহূর্মুহূর স্লোগান৷ বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থামিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলার চেষ্টা করেন অধীর চৌধুরী। বোঝানোর চেষ্টা করেন, কোন পরিপ্রেক্ষিতে তিনি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নিয়ে আদতে কী মন্তব্য করতে চেয়েছিলেন৷ বিক্ষুব্ধ জনতার সামনে বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেন তিনি৷ কিন্তু কে শোনে কার কথা।

বিক্ষুব্ধ জনতা সংসদে অধীরের বিতর্কিত মন্তব্য শুনতে নারাজ৷ বিক্ষোভকারীদের তরফে পাল্টা প্রশ্ন ছাড়া হয়৷ ভারত সরকার তো সংবিধান মেনেই ৩৭০ ধারা বিলোপ করেছে৷ তাহলে কেন বিরোধিতা করছেন অধীর? পরিস্থিতি বেগতিক দেখে ও জনতা কোন তথ্যই মানতে নারাজ হাওয়ায় গাড়িতে উঠে রওনা দেন অধীর চৌধুরী।

কিন্তু নিজের দুর্গা এহেন আচরণ দেখে হতবাক কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নিজের দুর্গে ধীরে ধীরে যে গেরুয়া শিবির মাথাচাড়া দিতে শুরু করেছে তা এদিন বেমালুম বুঝতে পারলেন অধীর চৌধুরী। তবে এই বিষয়ে ভেঙে পড়তে নারাজ মুর্শিদাবাদের বেতাজ বাদশা।

ডামাডোলের পরিস্থিতিতেও তিনি যেভাবে নিজের দুর্গ ধরে রেখেছেন, আগামী দিনেও তিনি জনতার সঙ্গে থেকেই নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন চালিয়ে যাবেন বলেও ঘনিষ্ঠমহলে জানিয়েছেন অধীর চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *