আজ বিকেল: ভোটের বাজারে বিয়েবাড়িতে বাজছে দিদির গান। হ্যাঁ ঠাট্টা নয়, ঠিকই শুনেছেন। এমন কথাই শোনা যাচ্ছে কলকাতা শহরের অলিগলিতে। বৈশাখ মাস বিয়ের ভরা মরশুম, এমন সময় বাড়ি আলো করে জামাই আসবে এটাি তো স্বাভাবিক। এবার আবার মাণিকজোড় ভোটটিও সময়মতো বাঙালির দরজায় হাজির।
বাংলার মাটিকে ধরে রাখতে দিল্লির মাটিকে বিজেপির হাত থেকে ছাড়িয়ে নিতে যাবতীয় লড়াই করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলীয় কর্মীরাও কম যান না। তাইতো বিয়েবাড়িতে শুভ দৃষ্টির সময় বর কনে একসঙ্গে শুনলেন তৃণমূলের থিম সং। উলুধ্বনি থামিয়ে ততক্ষণে অবাক এয়োস্ত্রীরাও।পিড়ি ধরে থাকা ভাইয়ের দল যে হাত ছেড়ে দেয়নি এই রক্ষে। বরযাত্রীদের অনেকেই খেতে বসে পড়েছেন, পাতুড়িতে কামড় দিতে গিয়ে আঙুলই কামড়ে ফেললেন এক বরকর্তা, সানাইয়ের বদলে তৃণমূলের থিম সং বাজছে বিয়েবাড়ি জুড়ে।
ব্যাপারটা কি, জানতে চাইতেই অনুষ্ঠানগৃহের মালিক প্রথমটায় এড়িয়ে গেলেন। তারপর জানালেন, এই শর্তেই ভোটের সময় বাড়ি ভাড়া দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। স্থানীয় তৃণমূল সমর্থকরা সাফ জানিয়েছেন, বিয়েবাড়িতে তৃণমূলের থিম সং বাজাতেই হবে। নতুবা বাড়ি ভাড়া দেওয়া যাবে না। সম্প্রতি এমন ঘটেছে দক্ষিণ কলকাতার যাদবপুরের এক বিয়েবাড়িতে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সমালোচনার ঝড় উঠেছে।