কলকাতা: দল বদলের হিড়িক চলছেই৷ এবার তৃণমূল ছেড়ে বিজেপির যোগ দিলেন আরও এক বিধায়ক৷ বিজেপিতে যোগ দিতে শনিবার দিল্লিতে উড়ে যান তৃণমূল বিধায়ক সহ তৃণমূলের ১২ জন কাউন্সিলর৷ আজ, দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখান নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং৷ গারুলিয়া পুরসভার ১২জন কাউন্সিলরও বিজেপিতে নাম লেখান৷
Delhi: TMC Nowpara MLA Sunil Singh and 12 TMC Councillors join BJP in presence of BJP leaders Kailash Vijayvargiya and Mukul Roy. pic.twitter.com/rnRz77gjUd
— ANI (@ANI) June 17, 2019
এর আগে যাঁরা দল ছাড়তে চান, তাঁদের সাত দিনের সময়সীমা আগেই বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সেই সময়সীমার মধ্যেই এবার বিজেপির নাম লেখালেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং৷
গত কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল জল্পনা৷ অবশেষে সেই জল্পনা যবনিকা দিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখান এই বিধায়ক৷ তৃণমূল ছেড়ে অর্জুন সিং বিজেপিতে যোগ দিতেই শুরু হয় জল্পনা৷ অর্জুনের বিজেপি যোগের পরেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়, অর্জুনের মতো বিজেপিতে যোগ দিচ্ছেন সুনীল সিংও৷ অর্জুন ও সুনীল দু’জনে শালা-ভগ্নিপতি৷
শোনা যায়, বিধানসভা নির্বাচনে অর্জুন সিংহের সুপারিশ অনুযায়ী তৃণমূলের টিকিট পেয়েছিলেন সুনীল সিং৷ সেই অর্জুন সিং বিজেপি যোগের দেওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা৷ এবার শালার পথেই দল বদলের পথে হাঁটলেন ভগ্নিপতিও৷