বাহিনী না পেয়ে ভোটের কাজ বয়কট, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা কমিশনের

কলকাতা: ভোটের দিন তাঁকে কৃষ্ণনগর লোকসভার চাপড়া বিধানসভায় ২৭৮ নম্বর বুথে দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পালন না করে চলে যান নদীয়ার শিক্ষক শাশ্বত ঘোষ। তিনি মাছপোতা গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষক। আর এর জেরে শো-কজ করা হল তাঁকে। বৃহস্পতিবার এই মর্মে চিঠি পাঠানো হয়েছে ওই শিক্ষককে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক

798dabcc35aa118d557f3702ed2863cf

বাহিনী না পেয়ে ভোটের কাজ বয়কট, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা কমিশনের

কলকাতা: ভোটের দিন তাঁকে কৃষ্ণনগর লোকসভার চাপড়া বিধানসভায় ২৭৮ নম্বর বুথে দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পালন না করে চলে যান নদীয়ার শিক্ষক শাশ্বত ঘোষ। তিনি মাছপোতা গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষক। আর এর জেরে শো-কজ করা হল তাঁকে।

বৃহস্পতিবার এই মর্মে চিঠি পাঠানো হয়েছে ওই শিক্ষককে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সেই শো-কজ করেছেন। সেই চিঠিতে শাশ্বতবাবুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রিসাইডিং অফিসারকে না জানিয়েই দায়িত্ব ছেড়ে চলে যান শাশ্বতবাবু। তাই কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত হবে না, তার জবাব দিতে হবে। শো-কজের উত্তর চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে দিতে হবে। তা না হলে স্বতঃপ্রণোদিতভাবেই শাশ্বতবাবুর বিরুদ্ধে তদন্ত শুরু হবে৷ কেন্দ্রীয় বাহিনী না থাকায় বুথ ছেড়ে চলে যান ওই শিক্ষক, এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *