চলছে বন্‌ধ, রেল অবরোধে জেরবার জনজীবন

বসিরহাট: ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বসিরহাট মহকুমার বন্ধ ডেকেছে বিজেপি৷ বিজেপির ডাকা বন্ধের জেরে সকাল থেকে স্তব্ধ হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল৷ বন্ধ দোকান-বাজার৷ ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তর বন্ধ করানোর চেষ্টা বিজেপির৷ বন্ধ রুখতে পুলিশি তৎপরতা তেমন চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের৷ আজ সকাল থেকে বন্ধের সমর্থনে দফায় দফায় পিকেটিং শুরু

চলছে বন্‌ধ, রেল অবরোধে জেরবার জনজীবন

বসিরহাট: ন্যাজাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বসিরহাট মহকুমার বন্‌ধ ডেকেছে বিজেপি৷ বিজেপির ডাকা বন্‌ধের জেরে সকাল থেকে স্তব্ধ হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল৷ বন্ধ দোকান-বাজার৷ ব্যাংক থেকে শুরু করে সরকারি দপ্তর বন্ধ করানোর চেষ্টা বিজেপির৷ বন্‌ধ রুখতে পুলিশি তৎপরতা তেমন চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের৷

আজ সকাল থেকে বন্‌ধের সমর্থনে দফায় দফায় পিকেটিং শুরু করে বিজেপি৷ সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বসিরহাট বন্‌ধের জেরে বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়৷ সকাল থেকে ওই শাখার ভ্যাবলা হল্ট, হাড়োয়া রোড ও হাসনাবাদ স্টেশনে দফায় দফায় রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা৷ সপ্তাহের শুরুতেই রেল অবরোধের জেরে নাকাল হয় বহু যাত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  বারাসত থেকে লেবুতলা পর্যন্ত ট্রেন চলানো হয়৷ পরে, প্রায় আড়াই ঘণ্টা পর উঠে যায় অবরোধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *