রাজ্যের সাংবিধানিক প্রধানকে কালো পতাকা তৃণমূলের!

কলকাতা: রাজ্য রাজনীতি নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকল মুর্শিদাবাদ৷ এবার খোদ রাজ্যের সাংবিধানিক প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের৷ আজ দুপুরে রাজ্যপালকে দেখানো হয় কালো পতাকা৷ মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কর্মীরা রাস্তায় জমায়েত করে রাজ্যপালকে কালো পতাকা দেখান৷ ডোমকলের একটি কলেজে যাওয়ার কথা ছিল রাজ্যপালের৷ কলেজে যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের পথ আটকে ‘গো ব্যাক’ স্লোগান ও

87df0478d1905474117911de8c23c856

রাজ্যের সাংবিধানিক প্রধানকে কালো পতাকা তৃণমূলের!

কলকাতা: রাজ্য রাজনীতি নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকল মুর্শিদাবাদ৷ এবার খোদ রাজ্যের সাংবিধানিক প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের৷

আজ দুপুরে রাজ্যপালকে দেখানো হয় কালো পতাকা৷ মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কর্মীরা রাস্তায় জমায়েত করে রাজ্যপালকে কালো পতাকা দেখান৷ ডোমকলের একটি কলেজে যাওয়ার কথা ছিল রাজ্যপালের৷ কলেজে যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের পথ আটকে ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা হাতে রাস্তার দু’ধারে বিশাল জামায়াত করে তৃণমূল কর্মীদের একাংশ৷ বিক্ষোভের জেরে কার্যত থমকে যায় রাজ্যপালের কনভয়৷ বিক্ষোভ দেখে গাড়ির কাঁচ নামিয়ে হাত নাড়তে থাকেন রাজ্যপাল৷

পুলিশকর্মীদের সামনেই রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়৷ রাস্তার ধারে বিশাল জমায়েত করে থাকা তৃণমূলকর্মীদের বিক্ষোভে কিছুটা হলেও শ্লথ হয়ে পড়ে রাজ্যপালের কনভয়৷ যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্যপালের৷ মনে করা হচ্ছে মুর্শিদাবাদের অনুষ্ঠানে গিয়ে তিনি হয়তো তাঁর প্রতিক্রিয়া জানাবেন৷ এর আগে মুর্শিদাব সফরে হেলিকপ্টার না পেয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলেন রাজ্যপাল৷ জানান, মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে জেলা সফর করছেন৷ কিন্তু, তাঁর জন্য হেলিকপ্টার দেওয়া হচ্ছে না৷ তাঁকে বাধ্য হয়ে সড়কপথে দীর্ঘ যাত্রা করতে হবে৷

মুর্শিদাবাদের ডোমকলে রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষক নেতা তন্ময় ঘোষ৷ তিন বলেন, যাদের কাছে দেশ ও সংবিধানের থেকে দল বড়, যারা নেতাদের উচ্ছিষ্টভোজী তাঁরা এই ধরনের কাজ নির্দ্বিধায় করতে পারে! এঁরা দেশের ও সমাজের কলঙ্ক! রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনা চরম নিন্দনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *