কলকাতা: বিজেপির ‘হিন্দুত্ব’ রুখতে এবার বিধানসভা নির্বাচনের আগে মাথাচাড়া দিয়ে উঠল তৃণমূল! ‘হিন্দুত্বে’র রাজনীতির পাল্টা ‘হিন্দুত্বে’র পথেই এবার হাঁটতে চলেছে শাসক তৃণমূল! আর সেই লক্ষ্যেই এবার বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে ঘাসফুল শিবির৷
হিন্দুত্ববাদী প্রচারে পাল্টা কৌশল হিসাবে আজ শিশির মঞ্চ থেকে নয়া পদক্ষেপ নিতে শুরু করল শাসক দল৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক ছাতার তলায় আনা হবে পুরোহিতদের সমস্ত সংগঠন৷ রাজ্যের ১৭টি হিন্দু সংগঠন, ব্রাহ্মণ ও পুরোহিতদের এক ছাতার নীচে এনে নয়া ট্রাস্ট তৈরির উদ্যোগ৷ পশ্চিমবঙ্গের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের নিয়ন্ত্রণ এবার তৃণমূলের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে খবর৷ বাংলার ব্রাহ্মণ বা সনাতন ধর্মের মানুষদের যাতে উপকার হয় সেই জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷
ইতিমধ্যেই পুরোহিতদের ভাতা চালুর বিষয়ে সায় দিয়েছে রাজ্য সরকার৷ ইমাম ভাতার ধাঁচে রাজ্যের পুরোহিতদের ভাতা চালু করার বিষয়ে সরকার চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর৷ ইতিমধ্যেই বিধানসভায় দাঁড়িয়ে সেই ইঙ্গিত দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ গত অধিবেশনে বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম জানান, ওয়াকফ বোর্ডের মতো সমস্ত মন্দিরগুলিকে একত্রিত করে একটি কমিটি গঠন করা যেতে পারে৷ সমস্ত ট্রাস্ট এক হলে পুরোহিতদের ভাতা প্রদান করা যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি৷ এবার, সেই লক্ষ্যে আরও একধাপ এগল তৃণমূল৷ তবে, তৃণমূল-বিজেপির ‘হিন্দুত্ব’ তৎপরতা ঘিরে বাংলার রাজনীতিতে নয়া মাত্রা পেতে চেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷