কলকাতা: কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপির জয়জয়কার৷ ৩টি গুরুত্বপূর্ণ পদে বিজেপির জয়৷ শুধুমাত্র কোষাধ্যক্ষ পদ নিজেদের দখলে রেখেছে শাসক দল৷ সম্পাদক, সহ-সম্পাদক ও সভাপতি পদ এখন বিজেপির দখলে৷ মোট ১৫টি পদের মধ্যে আটটি পদে জয় পেলন গেরুয়া শিবিরের আইনজীবী৷ এদিনের নির্বাচনে বেশ কিছু বার অ্যাসোসিয়েশনের সদস্য গরহাজির ছিলেন বলে জানা গিয়েছে৷ যদিও এই নির্বাচন নিয়ে আগেই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা এই নির্বাচনের পরোক্ষে পরিচালনা করেন বলেও কোনও কোনও মহল মনে করেন৷ আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির মতন নেতারা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বলেও আদালত সূত্রে খবর৷ সেই দিক থেকে এই নির্বাচনে সাফল্য বিজেপির কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে এই জযকে তাত্পর্য পূণ মনে করছে বিজেপি৷ এবার বার কাউন্সিলের ভোটে বিজেপি সহ সভাপতি, সম্পাদক ও সহ সম্পাদক পদে জয়ী হয়েছে। কোষাধ্যক্ষ পদে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস সহ সম্পাদক পদে জয় পেয়েছে। ১৫টির মধ্যে আটটি পদে জয়লাভ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ।
গত সপ্তাহে বনগাঁ পুরসভার মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজেপি ২০ লক্ষ টাকা খরচ করেছে৷ দুর্নীতির অভিযোগ তুললে সর্বস্তরে বিবেচনা করা উচিত৷’’ তবে, শাসকদলের তরফে এহেন অভিযোগ আনা হলেও আজ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৩ গুরুত্বপূর্ণ পদ দখলে নিল বিজেপি৷ কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন বিজেপির দখলে যেতেই আগামী দিনে বাংলার বাকি আদালতের বার অ্যাসোসিয়েশনগুলিও যে বিজেপির দিকে ঝুকবে, তা নিয়ে আশাবাদী বিজেপি শিবির৷