প্রচারে ঝড় তুলতে ৫টি কপ্টার, ২টি চার্টার্ড বিমান ভাড়া বঙ্গ বিজেপির

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে রাজ্য বিজেপি পাঁচটি হেলিকপ্টার এবং দু’টি চার্টার্ড বিমান ভাড়া নিয়েছে। দলের রাজ্য কমিটির এক নেতার কথায়, ভোটের প্রচারে কেন্দ্রের একাধিক নেতা-মন্ত্রী এ রাজ্যে আসবেন। তার উপর সর্বভারতীয় সভাপতি এবং ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। স্বভাবতই একইদিনে একাধিক হেভিওয়েট নেতা বাংলায় প্রচারে আসতে পারেন। সেই কথা মাথায় রেখেই আকাশপথে নিরাপদ যাত্রা সুনিশ্চিত

প্রচারে ঝড় তুলতে ৫টি কপ্টার, ২টি চার্টার্ড বিমান ভাড়া বঙ্গ বিজেপির

কলকাতা: লোকসভা ভোটের প্রচারে রাজ্য বিজেপি পাঁচটি হেলিকপ্টার এবং দু’টি চার্টার্ড বিমান ভাড়া নিয়েছে। দলের রাজ্য কমিটির এক নেতার কথায়, ভোটের প্রচারে কেন্দ্রের একাধিক নেতা-মন্ত্রী এ রাজ্যে আসবেন। তার উপর সর্বভারতীয় সভাপতি এবং ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

স্বভাবতই একইদিনে একাধিক হেভিওয়েট নেতা বাংলায় প্রচারে আসতে পারেন। সেই কথা মাথায় রেখেই আকাশপথে নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে এই আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লির এক সংস্থার থেকে ভাড়ায় হেলিকপ্টার এবং চার্টার্ড বিমান ভাড়া নেওয়া হয়েছে। দিল্লির নেতাদের কথা বলা হলেও দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো রাজ্যের একাধিক নেতা এই কপ্টার ও বিমান ব্যবহার করছেন। এছাড়াও কৈলাস বিজয়বর্গীয় এই যানে চেপেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ চষে বেড়াচ্ছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, আজ সোমবার দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একাধিক সভা করবেন এরাজ্যে। তাঁদের জন্য দু’টি হেলিকপ্টার ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =