প্রার্থী ঘোষণা হতেই বিজেপির দপ্তর ভাঙচুর, বিক্ষোভ কর্মীদের

কলকাতা: প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে৷ প্রার্থী পছন্দ না হওয়ার অভিযোগ তুলে দপ্তর ভাঙচুর৷ বিক্ষোভ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, কোচবিহারে নীশিথ প্রামাণিককে তাঁরা প্রার্থী হিসাবে কোনও ভাবেই মেনে নেবেন না৷ তাঁদের অভিযোগ, দলে আরও ভাল প্রার্থী থাকলেও কেন নীশিথকে প্রার্থী করা হল? তাঁদের অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ

প্রার্থী ঘোষণা হতেই বিজেপির দপ্তর ভাঙচুর, বিক্ষোভ কর্মীদের

কলকাতা: প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ কর্মীদের বিরুদ্ধে৷ প্রার্থী পছন্দ না হওয়ার অভিযোগ তুলে দপ্তর ভাঙচুর৷ বিক্ষোভ৷

বিজেপি কর্মীদের অভিযোগ, কোচবিহারে নীশিথ প্রামাণিককে তাঁরা প্রার্থী হিসাবে কোনও ভাবেই মেনে নেবেন না৷ তাঁদের অভিযোগ, দলে আরও ভাল প্রার্থী থাকলেও কেন নীশিথকে প্রার্থী করা হল? তাঁদের অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদকে থাকা বহিষ্কার তৃণমূল নেতা নিশীথ প্রামাণিককে মেনে নেওয়া হবে না৷ দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা নিশীথ প্রামাণিককে নিয়ে আগে থেকেই দলের অন্দরে ক্ষোভ ছিল৷ প্রার্থী ঘোষণা হতেই সেই ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে৷

নির্বাচন ঘোষণার ১১ দিন পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ টানা তিন দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার তিথি নক্ষত্র মেনে দোল পূর্ণিমায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷ আজ ১৮২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির৷

এদিন শুরুতেই নরেন্দ্র মোদির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়৷ এবারও তিনি বারাণসী কেন্দ্র থেকে লড়াই করবেন৷ গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ৷ আমেঠিতে থেকে স্মৃতী ইরানি৷ এদিন বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে পশ্চমবঙ্গের জন্য ২৮ আসনে প্রার্থী ঘোষণা করে জানানো হয়, কলকাতা উত্তরে রাহুল সিনসা, কলকাতা দক্ষিণে চন্দ্রকুমার বসু, যাদবপুরে অনুপম হাজরা,ব্যারাকপুরে অর্জুন সিংহ, ঘাটালে ভারতী ঘোষ, মালদা উত্তরে খগেন মুর্মু, কোচবিহারে নীশিথ প্রামাণিক৷ আলিপুরদুয়ার জর্জ বার্দা৷ আরামবাগে লকেট লকেট চট্টোপাধ্যায়৷ বীরভূমে দুধকুমার মণ্ডল৷ আসানসোলে বাবুল সুপ্রিয়৷  কৃষ্ণনগরে কল্যাল চৌবে৷ রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী৷ দমদমে শমীক ভট্টাচার্য৷ মথুরাপুরে শ্যামাপদ হালদার৷ বসিরহাটে শায়ন্তন বসু৷  শ্রীরামপুরে দেবজিৎ সরকার৷ বসিরহাটে সায়ন্তন বসু৷ বারাসতে মৃণালকান্তি দেবনাথ, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বালুরঘাটে সুকান্ত মজুমদার, জয়নগরে অশোক কান্ডারি, তমলুকে সিদ্ধার্থ নস্কর, ঝাড়গ্রামে কুঁয়ার হেমব্রম, আরামবাগে তপন রায় এবং বর্ধমান পূর্বে পরেশ চন্দ্র দাসের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 5 =