তৃণমূলের গলায় পারা দিয়ে মেরে দিতে পারে বিজেপি: সায়ন্তন

জলপাইগুড়ি: ফের বেলাগাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ জলপাইগুড়ির দলীয় সভা থেকে তৃণমূলকে বেলাগাম আক্রমণ বিজেপি নেতার৷ তৃণমূলকে ‘গলায় পা দিয়ে মেরে’ দেওয়ার হুমকি সায়ন্তনের৷ ‘আমরা কী হাতে চুড়ি পরে বসে আছি?’ পাল্টা তৃণমূল৷ তৃণমূল নেতাদের সিবিআই দিয়ে জেলা পাঠানোর হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘আমি তৃণমূল নেতাদের বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই,

তৃণমূলের গলায় পারা দিয়ে মেরে দিতে পারে বিজেপি: সায়ন্তন

জলপাইগুড়ি: ফের বেলাগাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ জলপাইগুড়ির দলীয় সভা থেকে তৃণমূলকে বেলাগাম আক্রমণ বিজেপি নেতার৷ তৃণমূলকে ‘গলায় পা দিয়ে মেরে’ দেওয়ার হুমকি সায়ন্তনের৷ ‘আমরা কী হাতে চুড়ি পরে বসে আছি?’ পাল্টা তৃণমূল৷

তৃণমূল নেতাদের সিবিআই দিয়ে জেলা পাঠানোর হুঁশিয়ারি দিয়ে সায়ন্তন বসু বলেন, ‘‘আমি তৃণমূল নেতাদের বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, এবার যদি আপনার পুলিশ বিজেপি বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, আমরা তাহলে সিবিআই দিয়ে তৃণমূলের নেতাদের জেলে ঢোকাব৷ তৃণমূল নেতাদের লিস্ট তৈরি করব৷ এখানে যদি কোনও কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে কলকাতার তৃণমূলের শীর্ষ নেতা গ্রেপ্তার হবেন৷ আর যদি আমাদের চোখে দেখাতে আসেন, আমরাও কিন্তু চোখের উপর চোখ, কানের উপর কান, নাকের বদলে নাক দেখাতে পারি৷ আর শুনে রাখুন, বিজেপি যদি চাই, তৃণমূল কংগ্রেসের গলায় একটা পারা দিয়ে মেরে দিতে পারে৷’’

‘‘গণতন্ত্র মানে না যে দল, বিজেপির নেতারা এই সমস্ত কথা বলতেই পারেন৷ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ গলা টিপে মারবেন মানে? আমরা কী হাতে চুড়ি পরে বসে আছি? মানুষ এদের বিচার করবে৷’’ পাল্টা কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা৷ বসিরহাট লোকসভা নির্বাচনের প্রচারে এগিয়ে সায়ন্তন বসু ঘোষণা করেছিলেন, ভোটে রিগিং করতে আসলে গুলি করে মারা হবে৷ কেন্দ্র বাহিনীকে বলব, পায়ে নয় বুকে গুলি চালাতে৷ ভোট লুট করলে এমনই শাস্তির দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিজেপি নেতা৷ এই নিয়ে ভোটের বাজারে কম বিতর্ক তৈরি হয়নি৷ এবার ফের নয়া বিতর্কে জড়ালেন সায়ন্তন বসু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =