নয়াদিল্লি: বিজেপির কথাতেই চলছে কমিশন। রাজ্যের পুলিস অফিসারদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে আজ ফের এই মর্মে সরব হল তৃণমূল। দিল্লির অশোক রোডে নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার কাছে এই মর্মে অভিযোগ জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
বাংলায় ভোটে পুলিস পোস্টিংয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হচ্ছে বলেই অভিযোগ করা হয়েছে। কমিশনের কড়া সমালোচনা করে দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ’ব্রায়ান বলেছেন, নির্বাচন কমিশন এখন আর নিরপেক্ষ নেই। এটা এখন নিরাশা কমিশন বা নিকম্মা কমিশনে পরিণত হয়েছে। ডেরেক ছাড়াও তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন দলের রাজ্যসভার ডেপুটি নেতা সুখেন্দুশেখর রায় এবং প্রাক্তন এমপি চন্দন মিত্র।
কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মাকে সরিয়ে রাজেশকুমারকে কয়েকদিন আগে দায়িত্ব দিয়েছে কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে বিধাননগর কমিশনারেটের অফিসারকেও। কমিশনের এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সমালোচনা করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দেয় কমিশনও। অবাধ নির্বাচনের লক্ষ্যে পুলিস অফিসারদের প্রয়োজনীয় বদলি করার অধিকার কমিশনের আছে বলেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে জানানো হয়েছিল, কমিশন কেন্দ্রের শাসক দলের কথায় চলছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন,তা দুভার্গ্যজনক।