নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের উপর লাগাতার হামলা-আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের ‘আশ্রিত’ দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলে আজ ফের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি, দলের রাজ্যসভার সংসদ সদস্য অনিল বালুনি সহ বিজেপির এক প্রতিনিধিদল জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করে।
কমিশনের কাছে বিজেপি এদিন অভিযোগ করেছে, পশ্চিমবঙ্গে ভয়াবহ নির্বাচনী সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছে বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, ‘বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণে বাধার সৃষ্টি করছে তৃণমূলের গুণ্ডারা। যা ভোটের পরিবেশ নষ্ট করছে। পশ্চিমবঙ্গে সরকার এবং প্রশাসনকে সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়ে এসেছে দুষ্কৃতীরা। ওই রাজ্যে তারা একটি সমান্তরাল ব্যবস্থা চালাচ্ছে।’
নাকভি এদিন অভিযোগ করে বলেছেন, ‘নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রকাশের ক্ষেত্রে ভোটদাতাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেউ যদি ভোটারকে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তা শুধুমাত্র আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গই হয় না, বরং তা খুন করার থেকেও বড় অপরাধ হিসেবে গণ্য হয়।’