কলকাতা: মুকুলের হাত ধরে নব্যদের দলে ঢোকা ঠেকাতে বিশেষ স্ক্রুটিনি কমিটি তৈরি করল রাজ্য বিজেপি। দলের চিন্তন বৈঠকে নতুন স্ক্রুটিনি কমিটি গঠন হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, দলে নব্যদের নিয়ে দ্বিমত রয়েছে। তা আটকাতে বিজেপি বদ্ধপরিকর বলে জানান দিলীপ ঘোষ।
প্রত্যেক জেলায় স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে। বিজেপিতে আসতে হলে এই কমিটিতেই এবার থেকে আবেদন করতে হবে। তারপর কমিটির সুপারিশ অনুয়ায়ী অন্যদল থেকে আসা নেতা,কর্মীদের নেবে বিজেপি। মুকুল রায়ের হাত ধরে তৃণমূলীরা ক্রমাগত বিজেপিতে যোগদান করছিলেন। যা নিয়ে দলে একটা নব্য বনাম আদিদের লড়াই শুরু হয়। সেই লড়াই যাতে বিজেপিতে মাথাচাড়া না দেয়, তার জন্য সংঘ পরিবার সহ বিজেপির সহযোগি সংগঠনগুলি মুরলিধর সেন লেনের উপর চাপ তৈরি করছিলো। দলের এই সিদ্ধান্ত মুকুলের ডানা ছাঁটার সামিল বলেই মনে করেছেন পর্যবেক্ষক মহল৷
শনিবার দলের চিন্তন বৈঠকে সংঘ পরিবার সহ বিজেপির সহযোগি সংগঠন গুলির চিন্তা ভাবনে দলে কার্যকর করলো। নব্যদের আটকাতে এবার জেলাও সোজা স্ক্রুটিনি কমিটি গঠন করা হলো। তাতে আর কেউ সোজা মুকুল রায় বা অন্যকোন নেতাকে ধরে সোজা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করতে পারবেন না।