কলকাতা : নির্বাচন কমিশনের কাছে গোটা পশ্চিমবঙ্গকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করার দাবি জানিয়ে এসেছে বিজেপি। বুধবার কমিশনে গত পঞ্চায়েত নির্বাচনের দৃষ্টান্ত দিয়ে তাঁরা অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলা অবস্থা শোচনীয়৷ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে অবাধ নির্বাচনের স্বার্থে সব বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়েছেন তাঁরা। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিও করেছেন তাঁরা৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপর নজরদারি করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে।
রবিশঙ্কর প্রসাদ আরও জানান, কমিশনের সঙ্গে তাঁদের বৈঠকে উঠে এসেছে বাংলার সংবাদমাধ্যমের প্রসঙ্গ৷ কমিশনের কাছে বিজেপি দাবি করেছে, শাসকদলের চাপে সঠিক সংবাদ পরিবেশন করতে পারছে না বাংলার সংবাদমাধ্যম৷ তাই বাংলার সংবাদমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার জন্য মিডিয়া পর্যবেক্ষক নিয়োগ করুক কমিশন৷ যদিও, রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের তরফে যে রিপোর্ট জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনে, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কোনও স্পর্শকাতর লোকসভা কেন্দ্র নেই৷ প্রতিনিধি দলে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, তিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা, নির্মলা সীতারমণ ও মুকুল রায়৷