ভোটের বাংলায় তৃণমূলকেও ছাপিয়ে গেল বিজেপি

কলকাতা: বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস আগেই ছিল৷ ভোট গণনার পর সেই পূর্বভাসকেই মিলিয়ে বাংলায় তুফান তুলল গেরুয়া শিবির৷ তবে, শুধু ঝড় তোলাই নয়, এবার খোদ শাসক তৃণমূলকেই ছাপিয়ে গেল গেরুয়া শিবির৷ আজ, বাংলায় ৪২ লোকসভা কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ৮টি বিধানসভা উপ-নির্বাচনের গণনা হয়৷ এই আট কেন্দ্রে ভোট প্রাপ্তির শতাংশ হারের নিরিখে তৃণমূলকে টেক্কা বিজেপির৷ তৃণমূল

ভোটের বাংলায় তৃণমূলকেও ছাপিয়ে গেল বিজেপি

কলকাতা: বাংলায় গেরুয়া ঝড়ের পূর্বাভাস আগেই ছিল৷ ভোট গণনার পর সেই পূর্বভাসকেই মিলিয়ে বাংলায় তুফান তুলল গেরুয়া শিবির৷ তবে, শুধু ঝড় তোলাই নয়, এবার খোদ শাসক তৃণমূলকেই ছাপিয়ে গেল গেরুয়া শিবির৷

আজ, বাংলায় ৪২ লোকসভা কেন্দ্রের পাশাপাশি রাজ্যের ৮টি বিধানসভা উপ-নির্বাচনের গণনা হয়৷ এই আট কেন্দ্রে ভোট প্রাপ্তির শতাংশ হারের নিরিখে তৃণমূলকে টেক্কা বিজেপির৷ তৃণমূল যেখানে ৩৭.০৪ শতাংশে থেমেছে, সেখানে বিজেপি ছুঁয়ে ফেলেছে ৪০.৪৯ শতাংশ ভোট৷ আসন সংখ্যাতেও বিজেপি ছাড়িয়ে গিয়েছে তৃণমূলকে৷ কংগ্রেস পেয়েছে ১১.২৭ শতাংশ, সিপিআই ০.৪১, সিপিএম পেয়েছে ৪.১২ শতাংশ, নোটা পেয়েছে ৪.৭৯ শতাংশ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, ৮টি আসনের মধ্যে ইসলামপুরে জয়ী হয়েছেন তৃণমূলের আব্দুল করিম চৌধুরী, নওদা আসনে জিতেছেন সাহিনা মুমতাজ বেগম ও উলুবেড়িয়া আসনে ইদ্রিশ আলি৷ বিজেপির খাতায় গিয়েছে চারটি বিধানসভা কেন্দ্র৷ ভাটপাড়ায় জয়ী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ দার্জিলিং বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপির নিরোজ তামাং জিম্বা৷ মালদা উত্তরে খগেন মুর্মু, হবিবপুরে জুয়েল মুর্মু, কৃষ্ণগঞ্জে আশিস কুমার বিশ্বাস জয় পেয়েছেন৷

লোকসভা নির্বাচনে ভোটের শতাংশ বলছে, তৃণমূল পেয়েছে ৪৩.৩১ শতাংশ৷ বিজেপি পেয়েছে ৪০.২৩ শতাংশ, সিপিএম পেয়েছে ৬.৩৩ শতাংশ, কংগ্রেস ৫.৫৭ শতাংশ ও নোটা পেয়েছে ০.৯৬ শতাংশ ভোট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =