বোমা-গুলির লড়াইয়ে ফের রণক্ষেত্র ভাটপাড়া, জখম বহু

বারাকপুর: কিছুতেই ঠান্ডা হচ্ছে না ভাটপাড়া৷ মাঝে দু’এক শান্ত থাকলেও গত দু’দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া৷ বিজেপি কর্মীকে কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আজ সকাল থেকে দফায় দফায় চলে বোমাবাজি৷ চলে গুলি৷ স্থানীয়দের অনুমান, আজ ভোর থেকে অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে বোমা-গুলির লড়াই চলতে থাকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে

বোমা-গুলির লড়াইয়ে ফের রণক্ষেত্র ভাটপাড়া, জখম বহু

বারাকপুর: কিছুতেই ঠান্ডা হচ্ছে না ভাটপাড়া৷ মাঝে দু’এক শান্ত থাকলেও গত দু’দিন ধরে উত্তপ্ত ভাটপাড়া৷ বিজেপি কর্মীকে কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ আজ সকাল থেকে দফায় দফায় চলে বোমাবাজি৷ চলে গুলি৷ স্থানীয়দের অনুমান, আজ ভোর থেকে অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে বোমা-গুলির লড়াই চলতে থাকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়৷ নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷

স্থানীয় সূত্রে খবর, আজ থানা উদ্বোধন হওয়ার কথা রয়েছে৷ কিন্তু, থানার উদ্বোধনের দিনেই গুলি-বোমায় রণক্ষেত্রে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়ায়৷ কাঁকিনাড়া এলাকায় দফায় দফায় বোমা, গুলি জেরে ৪-৫ নম্বর রেল সাইডিং এলাকা থেকে কাঁকিনাড়া বাজার বনধের চেহারা নিয়েছে৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ ভাটপাড়া ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি ও বোমাবাজির ঘটনায় ৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ আজই ভাটপাড়ায় নতুন থানার উদ্বোধন হওয়ার কথা৷ সেখানে থাকার কথা রাজ্য পুলিশের ডিজির৷ তার আগে এমন ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *