রণক্ষেত্র বীরভূম, গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী

বোলপুর: বেলা যতই এগোচ্ছে, ততই বাড়ছে বীরভূমের উত্তেজনা৷ এবার ঘটনাস্থল দুবরাজপুর পুদমা৷ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ৷ বুথ ভাঙচুরের অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে শূন্যগুলি কেন্দ্রীয় বাহিনীর৷ ঘটনার সূত্রপাত মোবাইল নিয়ে বুথে ঢোকাকে কেন্দ্র করে৷ কমিশনের নিয়ম অনুযায়ী, এবারের ভোটে বুথে ফোন নিয়ে ঢোকা যাবে না৷ কমিশনের নিয়ন পালন করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ফোন

রণক্ষেত্র বীরভূম, গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী

বোলপুর: বেলা যতই এগোচ্ছে, ততই বাড়ছে বীরভূমের উত্তেজনা৷ এবার ঘটনাস্থল দুবরাজপুর পুদমা৷ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ৷ বুথ ভাঙচুরের অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে শূন্যগুলি কেন্দ্রীয় বাহিনীর৷

ঘটনার সূত্রপাত মোবাইল নিয়ে বুথে ঢোকাকে কেন্দ্র করে৷ কমিশনের নিয়ম অনুযায়ী, এবারের ভোটে বুথে ফোন নিয়ে ঢোকা যাবে না৷ কমিশনের নিয়ন পালন করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ফোন নিয়ে বুথে ঢুকতে বাধা দেয়৷ বাহিনীর বিরুদ্ধে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলে শুরু হয় তাণ্ডব৷ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি৷ গায়ের জোরে বুথে ঢুকে চলে তাণ্ডব৷ ইভিএম ভাঙচুরের চেষ্টা করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে শূন্যগুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী৷ এলাকায় উত্তেজনা থাকায় ভোট-গ্রহণ বন্ধ বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =