বাংলায় ‘জেহাদি আক্রমণ’ রুখতে নয়া কর্মসূচি বজরং দলের

কলকাতা: মাদ্রাসা বিতর্কে কেন্দ্রের বিবৃতি খারিজ করে নিজের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের মাদ্রাসাগুলিকে জঙ্গি ঘাঁটি বলে চিহ্নিত করা একেবারেই ঠিক নয়৷ জঙ্গি-অপরাধীদের কোনও জাত-ধর্ম-বর্ণ হয় না৷ চোর-ডাকাতের আবার ধর্ম কী? রাজ্যের তরফে সরাসরি বিবৃতি জারির পর ফের মাদ্রাসা বিতর্ক উস্কে দিল বজরং দল৷ বাংলার

বাংলায় ‘জেহাদি আক্রমণ’ রুখতে নয়া কর্মসূচি বজরং দলের

কলকাতা: মাদ্রাসা বিতর্কে কেন্দ্রের বিবৃতি খারিজ করে নিজের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের মাদ্রাসাগুলিকে জঙ্গি ঘাঁটি বলে চিহ্নিত করা একেবারেই ঠিক নয়৷ জঙ্গি-অপরাধীদের কোনও জাত-ধর্ম-বর্ণ হয় না৷ চোর-ডাকাতের আবার ধর্ম কী? রাজ্যের তরফে সরাসরি বিবৃতি জারির পর ফের মাদ্রাসা বিতর্ক উস্কে দিল বজরং দল৷

বাংলার ‘জেহাদি’ আক্রমণ ঠেকাতে রাজ্যপালের দারস্থ হচ্ছে বজরং দল৷ সংগঠনের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলায় একশ্রেণির মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে৷ জয় শ্রীরামের নাম নিলে তাঁদের প্রতি আক্রমণ করা হচ্ছে বলেও বজরং দলের অভিযোগ৷ পুলিশকে বারংবার অভিযোগ করা সত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন বজরং দলের মুখপত্র সৌরিষ মুখোপাধ্যায়৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে বজরং দলের তরফে রাজ্যপালের কাছে নালিশ জানানো হবে বলে বজরং দলের তরফে দাবি জানানো হয়েছে৷

বাংলায় ‘জেহাদি আক্রমণ’ রুখতে নয়া কর্মসূচি বজরং দলেরজানা গিয়েছে, বজরং দলের তরফে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে চিঠি দিয়ে তাঁর সময় চাওয়া হয়েছে৷ তবে,  রাজভবন সূত্রে বজরং দলকে এখনও পর্যন্ত কোনও সময় দেওয়া হয়নি৷ তবে সৌরিষ মুখোপাধ্যায়ের আশা,  কয়েকদিনের মধ্যে রাজ্যপালের তাঁদের সময় দেবেন৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে রাজ্যের ‘জেহাদি আক্রমণে’র তথ্য তুলে ধরে একটি ডেপুটেশান জমা দেওয়া হবে বলে ওই ধর্মীয় সংগঠনের তরফে জানানো হয়েছে৷ এমনকি রাজ্য রজরং দল রাজ্যপালের মারফৎ রাষ্ট্রপতির কাছেও দরবার করবে বলেও জানিয়েছেন সৌরিষ৷

গত মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি জানান, মাদ্রাসার আড়ালে পড়ুয়াদের মগজধোলাই করেছে বাংলাদেশি জঙ্গিরা৷ মুর্শিদাবাদ ও বর্ধমানের একাধিক মাদ্রাসায় জামাত উল মুজাহিদিন জঙ্গিরা নিয়নন্ত্র আনার চেষ্টা করছে৷ এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দেন মমতা৷ রাজ্যসভায় প্রশ্নটির নম্বর উল্লেখ করে তাতে রাজ্যে মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ নিয়ে কী জানতে চাওয়া হয়েছিল, তা বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও সম্ভাবনাই নেই৷ কিন্তু কেন্দ্র সেটা জানাল না৷ শুধু নিজেদের মতো উত্তর দেওয়া হল, এটা প্রায়শই হচ্ছে৷ রাজ্যের বক্তব্য বাদ দিয়ে নিজেদের ইচ্ছেমতো নির্দেশ দেওয়া হচ্ছে৷ বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =