নয়াদিল্লি: বিজেপিতে নাম লেখাতেই দিল্লির টিকিট পেয়ে গেলেন ভোজপুরি অভিনেতা রবি কিষাণ৷ গত ১৯ ফেব্রুয়ারি যোগ দেয় বিজেপিতে৷ দিল্লির অশোক রোডে বিজেপির অনুষ্ঠানে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি৷ বিজেপি যোগ দেওয়ার এক মাসের মধ্যেই টিকিও পেয়ে গেলেন জনপ্রিয় এই অভিনেতা৷ আজ, গোরক্ষপুর কেন্দ্রে অভিনেতা রবি কিষাণকে প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি৷
Lok Sabha Elections 2019: Bharatiya Janata Party announces list of seven candidates for Uttar Pradesh ; Ravi Kishan (in file pic) to contest from Gorakhpur and Praveen Nishad to contest from Sant Kabir Nagar (Sharad Tripathi is the sitting MP from Sant Kabir Nagar) pic.twitter.com/myUwtpOF50
— ANI UP (@ANINewsUP) April 15, 2019
গত মাসে বিজেপিতে নাম লিখিয়ে রবি কিষাণ বলেন, ‘‘আমার বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যই হল যাতে আমি গরীবদের জন্য কিছু করতে পারি। তাদের উন্নতিসাধন করাই হবে আমার জীবনের ব্রত।’ রবি কিষাণ এর আগেও ২০১৪ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন৷ এবার দলবদলে বিজেপির হয়ে গোরক্ষপুরে লড়বেন তিনি৷
ভোজপুরি সিনেমার সঙ্গে তিনি বলিউডের বহু ছবিতেই একচেটিয়া কাজ করেছেন৷ কালারস চ্যানেলের রিয়্যালিটি শো ‘বিগ বসে’ প্রতিযোগী ছিলেন ভোজপুরি এই অভিনেতা৷ এবার ভোটের ময়দানে প্রতিযোগিতায় নামছেন৷