তিরুচিরাপল্লি: নভেম্বরে দিল্লিতে কিষাণ সমাবেশে অংশ নিয়েছিলেন তামিলনাড়ুর একদল কৃষক। সঙ্গে দু’টি খুলি। প্রতিবাদীদের দাবি ছিল, এই খুলি ঋণের দায়ে আত্মঘাতী দুই কৃষকের। দিল্লির সেই প্রতিবাদ এবার বারাণসীতে নিয়ে যাচ্ছেন তামিলনাড়ুর কৃষকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্রে। তামিলনাড়ুর ১১১ জন কৃষক বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন। দাবিদাওয়া আদায়ের জন্যই এই উদ্যোগ। তামিলনাড়ুর কৃষক সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোদির কেন্দ্র থেকে ১১১ জন মনোনয়ন পেশ করবেন। শনিবার তামিলনাড়ুর কৃষকনেতা পি আয়াকান্নু বলেন, বারাণসী থেকে মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন রাজ্যের ১১১ জন কৃষক। আমরা চাই, কৃষিপণ্যের লাভজনক দাম সহ কৃষকদের দাবিগুলির পূরণের প্রতিশ্রুতি বিজেপির নির্বাচনী ইস্তাহারে শামিল করানো হোক। আর সেই আর্জি তুলে ধরার লক্ষ্যেই উত্তরপ্রদেশ থেকে ভোটে লড়ার এই সিদ্ধান্ত।