‘লিড’ না পেয়ে গ্রামে জল বন্ধ করে দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: তৃণমূলের লিড না মেলায় রাতারাতি খুলে নেওয়া হয়েছে গ্রামে থাকা একের পর নলকূপের সরঞ্জাম। এমনই অভিযোগে ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামে। ঘটনাস্থল বোলপুরের কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের মুহুলারা গ্রাম। গাঁয়ের তৃণমূল নেতার সামনেই প্রকাশ্যেই এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মহিলারা। তীব্র গরমে জলের সঙ্কটে নাজেহাল গ্রাম। গত বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায় উক্ত

‘লিড’ না পেয়ে গ্রামে জল বন্ধ করে দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: তৃণমূলের লিড না মেলায় রাতারাতি খুলে নেওয়া হয়েছে গ্রামে থাকা একের পর নলকূপের সরঞ্জাম। এমনই অভিযোগে ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামে। ঘটনাস্থল বোলপুরের কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের মুহুলারা গ্রাম। গাঁয়ের তৃণমূল নেতার সামনেই প্রকাশ্যেই এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মহিলারা। তীব্র গরমে জলের সঙ্কটে নাজেহাল গ্রাম।

গত বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায় উক্ত গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে একচেটিয়া দখলদারি থাকলেও এই লোকসভা ভোটে লিড নিতে ব্যর্থ হয়েছে তৃণমূল। তারই জেরে গ্রামবাসীদের শায়েস্তা করতে মহুলারা গ্রামের ১০-১২টি টিউবওয়েলের সরঞ্জাম রাতারাতি কেউ বা কারা খুলে নেয়। সকাল হতেই জল নিতে গিয়ে হতবাক হয়ে যান গ্রামের মানুষ। এক মহিলা জানান, ‘‘আমি সকালে জল নিতে গিয়ে দেখি কল খারাপ। খোঁজখবর নিতে নিতেই দেখি অন্য পাড়া থেকেও মহিলারা এসে জানায় তাদেরও কলগুলি খারাপ হয়ে গিয়েছে রাতারাতি।’’ কে করল এমন কাজ? উত্তরে তৃণমূলের ভয়ে তটস্থ হয়ে থাকা মহিলারা জানান, ‘‘আপানারাই খুঁজে দেখুন কারা করল। আমরা বলতে পারব না। আমাদের ভয় আছে৷’’

তীব্র ক্ষোভ ছড়িয়েছে গ্রামজুড়ে। গ্রামের পথ দিয়ে যাওয়া স্থানীয় এক তৃণমূল নেতার পথ আটকে তার সামনেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান মামন সেখ। তাঁর বক্তব্য, ‘‘তৃণমূল কংগ্রেস এমন কাজ করতে পারে না। কল খারাপের খবর পেয়েছি। মিস্ত্রি পাঠিয়ে সেগুলোর সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *