‘বলুন, কেন ওরা আমার ঘর ভেঙেছে?’ প্রশ্ন শুনে মেজাজ হারালেন ফিরহাদ!

ভাটপাড়া: কেমন আছে ভাটপাড়া? আজ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তৃণমূলের ছয় সদস্যের পরিষদীয় মন্ত্রী৷ দীর্ঘ দেড় মাস ধরে চলে থাকা অশান্তির সঙ্গে লড়াই করার পর আজ, শাসকদলের নেতামন্ত্রীদের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন আক্রান্ত পরিবাকের এক সদস্য৷ প্রকাশ্যে তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেন, ‘‘বলুন, ওরা কেন আমাদের মারল? কেন আমার ঘরবাড়ি ভাঙল?’’ আক্রান্ত পরিবারের

75ac409bcb8f233ca324047eb1dbc97e

‘বলুন, কেন ওরা আমার ঘর ভেঙেছে?’ প্রশ্ন শুনে মেজাজ হারালেন ফিরহাদ!

ভাটপাড়া: কেমন আছে ভাটপাড়া? আজ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তৃণমূলের ছয় সদস্যের পরিষদীয় মন্ত্রী৷ দীর্ঘ দেড় মাস ধরে চলে থাকা অশান্তির সঙ্গে লড়াই করার পর আজ, শাসকদলের নেতামন্ত্রীদের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন আক্রান্ত পরিবাকের এক সদস্য৷

প্রকাশ্যে তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বলেন, ‘‘বলুন, ওরা কেন আমাদের মারল? কেন আমার ঘরবাড়ি ভাঙল?’’ আক্রান্ত পরিবারের সদস্যের মুখ্য ক্ষোভের কথা শুনে মেজাজ হারান পুরমন্ত্রী৷ প্রকাশ্যেই যুবককে ধমক দেন তিনি৷ বলেন, ‘‘এই চুপ, চুপ৷’’ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই ধমক দিতে দেখা যায় তাঁকে৷ একাধিক নিউজ চ্যানেলে তা লাইভ সম্প্রচারিত হয়৷

‘বলুন, কেন ওরা আমার ঘর ভেঙেছে?’ প্রশ্ন শুনে মেজাজ হারালেন ফিরহাদ!পরিস্থিতি উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার আগেই তৃণমূলের প্রতিনিধি দল সেখান চেলে যায়৷ একটু এগিয়ে গিয়ে বাকি আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা৷ এদিন গোটা এলাকা পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন, যাঁরা সাম্প্রদায়িক দল করা তাঁরা এখানে লোকা ঢোকা হচ্ছে৷ পুলিশ পুলিশের মতো কাজ করছে৷ এলাকায় প্রচুর বোমা, অস্ত্র আছে৷ পুলিশ এগুলি উদ্ধার করুক৷ অস্ত্র আইনি মামলা করুক পুলিশ৷ এই এলাকায় অশান্তির মূলে অর্জুন সিংকে গ্রেপ্তার করা হোক৷ অর্জুন নয়, ভাটপাড়ায় শান্তি ফেরাচ্ছে পুলিশ৷ আমরা এক সপ্তাহ পর ফের এখানে আসব৷ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে৷ কয়েক জনের চাকরির ব্যবস্থাও করা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *