নয়াদিল্লি: বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবের মনোনয়ন বাতিল। তাঁরা এ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন তেজবাহাদুরের কৌঁসুলি। বাহিনীতে খারাপ মানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে বরখাস্ত হন তিনি। তেজবাহাদুরকে বরখাস্ত হওয়ার নথিপত্র জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন।
বারাণসী কেন্দ্রের এসপি প্রার্থী অপসারিত বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদবের মনোনয়ন বাতিল হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়৷ সোমবার সপা প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তেজবাহাদুর। তাঁর মনোনয়ন খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু গরমিল নজরে আসে কমিশনের। এরপরেই কমিশনের পক্ষ থেকে নো অবজেকশন শংসাপত্র আনার জন্য তেজবাহাদুরকে নোটিস পাঠায় কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই শংসাপত্র জমা দিতে বলা হয়৷ কিন্তু, তা জমা করাতে না পারায় বাতিল হয় মনোনয়ন৷
Samajwadi Party candidate Tej Bahadur Yadav after his nomination from Varanasi parliamentary seat was rejected: We have been told that we did not produce the evidence that was asked from us before 11 am. Whereas, we had produced the evidence. pic.twitter.com/SOkMRcS2BP
— ANI UP (@ANINewsUP) May 1, 2019
Rajesh Gupta, Tej Bahadur Yadav’s lawyer: We had submitted the evidence that was asked from us. Still, the nomination was declared invalid. We will go to the Supreme Court. pic.twitter.com/erLdG6N7up
— ANI UP (@ANINewsUP) May 1, 2019
কেন তাঁকে অপসারিত করা হয়েছিল, তা স্পষ্ট করে শংসাপত্রে উল্লেখ থাকতে হবে বলে জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে শংসাপত্র জমা না দিলে, তাঁর মনোনয়ন বাতিল করা হতে পারে বলে আগেই জানানো হয়৷ ওই নোটিসে বলা হয়, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্ত কোনও কর্মচারি দুর্নীতি বা আনুগত্যের অভাবে বরখাস্ত হলে পাঁচ বছর পর্যন্ত তিনি ভোটে দাঁড়ানোর যোগ্য বলে বিবেচিত হন না। বরখাস্তের দিন থেকে এই হিসেব করতে হবে।