তিস্তার জল পাবে না বাংলাদেশ, বিধানসভায় মমতা

কলকাতা: বাংলাদেশকে তিস্তার জল দিতে রাজি নন তিনি৷ বিধানসভায় সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের ইলিশ না পাঠানোর বিষয়ে তিস্তার জলের প্রসঙ্গ তোলেন মমতা৷ জানান, তিস্তার জল না পাওয়ায় বাংলাদেশর দুঃখ হয়েছে৷ ওরা ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে৷ বাংলাদেশ আমাদের বন্ধু৷ পারলে তিস্তার জল দিতাম৷ ফরাক্কা থেকে তো জল দিচ্ছি৷ তিস্তার জল

তিস্তার জল পাবে না বাংলাদেশ, বিধানসভায় মমতা

কলকাতা: বাংলাদেশকে তিস্তার জল দিতে রাজি নন তিনি৷ বিধানসভায় সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের ইলিশ না পাঠানোর বিষয়ে তিস্তার জলের প্রসঙ্গ তোলেন মমতা৷ জানান,  তিস্তার জল না পাওয়ায় বাংলাদেশর দুঃখ হয়েছে৷ ওরা ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে৷ বাংলাদেশ আমাদের বন্ধু৷ পারলে তিস্তার জল দিতাম৷ ফরাক্কা থেকে তো জল দিচ্ছি৷

তিস্তার জল পারলে দিতাম, এই মন্তব্য করার মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য বুঝিয়ে দিয়েছেন, তিনি  বাংলাদেশকে তিস্তার জল না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরছেন না৷ বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরেই টানাপোড়েন চলছে৷ তিস্তার জল এমনিতেই কমে গিয়েছে৷ সিকিমে এই নদীর উপর একাধিক বাঁধ তৈরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ শুখা মরশুমে বাংলাদেশকে বেশি পরিমাণে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলি তিস্তার জল পাবে না বলেও আশঙ্কাষ কেন্দ্রে ইউপিএ সরকারের সময় থেকে তিস্তার জলের ভাগ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের৷ দিল্লির উপর চাপ রেখে ঢাকা৷ মোদির সময়েও এই প্রক্রিয়া চলে৷ ভারত-বাংলাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও অমীমাংসিত আছে, তা হল তিস্তার জল৷ পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি বাংলাদেশের সঙ্গে মোদি সরকার তিস্তার জল বণ্টন চুক্তি এখনও করতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *