পঠনপাঠন শিকেয় তুলে তৃণমূলের মিছিলে যেতে বাধ্য হলেন শিক্ষকরা!

কলকাতা: রাজ্যে যে একুশে আইন চলছে এবার তা ভালমতো উপলব্ধি করা গেল। আসন্ন লোকসভা ভোটের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশগ্রহণ করতে হবে। এই মর্মে হুমকি পেলেন শিক্ষকরা। চাঞ্চল্যকর হুমকির অভিযোগ করেছেন পূর্ববর্ধমানের জেলা বিজেপি নেতৃত্ব।তাঁদের দাবি, ভোটের আগে শিক্ষকদের ভয় দেখিয়ে দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিতে বাধ্য করছে স্থানীয় তৃণমূল। এর জেরে স্কুলের পঠনপাঠন

পঠনপাঠন শিকেয় তুলে তৃণমূলের মিছিলে যেতে বাধ্য হলেন শিক্ষকরা!

কলকাতা: রাজ্যে যে একুশে আইন চলছে এবার তা ভালমতো উপলব্ধি করা গেল। আসন্ন লোকসভা ভোটের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশগ্রহণ করতে হবে। এই মর্মে হুমকি পেলেন শিক্ষকরা। চাঞ্চল্যকর হুমকির অভিযোগ করেছেন পূর্ববর্ধমানের জেলা বিজেপি নেতৃত্ব।তাঁদের দাবি, ভোটের আগে শিক্ষকদের ভয় দেখিয়ে দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিতে বাধ্য করছে স্থানীয় তৃণমূল। এর জেরে স্কুলের পঠনপাঠন শিকেয় উঠেছে। এককথায় তৃণমূলের জমানায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দিন চলছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের এক, দুই ও তিন নম্বর চক্রে।

বিজেপির অভিযোগ, আজ মঙ্গলবার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের প্রচার মিছিল ছিল সকাল দশটায়। সেই মিছিলে প্রার্থীর হয়ে প্রচারে অংশ গ্রহণের জন্য ১,২ ও ৩ নম্বর চক্রের শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়। রীতিমতো হুমকির সুরে সেই নির্দেশে বলা হয়, স্কুল চালু হওয়ার পরই যেন প্রত্যেকে মিছিলে পৌঁছে যান। শিক্ষকরা পঠনপাঠনের প্রসঙ্গে তুলতেই তৃণমূলের শিক্ষা সেলের নেতাদের দাবি তাঁদের কাছে নাকি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাকি তাদের অলিখিতভাবে অনুমোদন দিয়েছেন। এরফলে প্রায় বাধ্য হয়েই এদিন চক্রের সমস্ত শিক্ষকরা নামমাত্র ছাত্র পড়িয়ে প্রচারে বেরিয়ে যান।

এদিকে বিষয়টি জানাজানি হতেই রাজ্যের শিক্ষামহলে আলোড়ন পড়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাস। বিদ্যালয় চালকালীন শিক্ষকদের প্রচারের মিছিলে হাঁটিয়ে শাসকদল গর্হিত অপরাধ করেছে। এই ঘটনাই প্রমাণ করে পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষাব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। যারা এদিন পড়ুয়াদের পঠনপাঠন বন্ধ রেখে শিক্ষকদের প্রচারে যেতে বাধ্য করল তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা হোক, এটাই চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =