শিক্ষকরা পড়ে রাস্তায়, আর শিক্ষামন্ত্রী ঠাণ্ডা ঘরে: সব্যসাচী

কলকাতা: পদত্যাগ করেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন সব্যসাচী দত্ত৷ বৃহস্পতিবার মেয়র পদ থেকে পদত্যাগ করে তিনি সোজা শিক্ষকদের অনশন মঞ্চে চলে যান৷ সেখানে অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ান সব্যসাচী৷ বলেন, ‘‘ওঁদের আন্দোলনে আমার নৈতিক সমর্থন রয়েছে৷ শিক্ষকরা রাস্তায় রয়েছেন। আর রাজ্যের শিক্ষামন্ত্রী রয়েছেন ঠাণ্ডা ঘরে। যা কখনই মানতে পারছি না৷’’ এরপরেই

শিক্ষকরা পড়ে রাস্তায়, আর শিক্ষামন্ত্রী ঠাণ্ডা ঘরে: সব্যসাচী

কলকাতা: পদত্যাগ করেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন সব্যসাচী দত্ত৷ বৃহস্পতিবার মেয়র পদ থেকে পদত্যাগ করে তিনি সোজা শিক্ষকদের অনশন মঞ্চে চলে যান৷ সেখানে অনশনরত প্রাথমিক শিক্ষকদের পাশে দাঁড়ান সব্যসাচী৷ বলেন, ‘‘ওঁদের আন্দোলনে আমার নৈতিক সমর্থন রয়েছে৷ শিক্ষকরা রাস্তায় রয়েছেন। আর রাজ্যের শিক্ষামন্ত্রী রয়েছেন ঠাণ্ডা ঘরে। যা কখনই মানতে পারছি না৷’’

এরপরেই আন্দোলনকারীদের সমর্থনে বলেন, ‘‘আমি সবসময়ে আপনাদের পাশে আছি৷ আপনাদের এখান থেকে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে৷ যদি আপনাদের তুলে দেয়, তাহলে আমার বাড়িতে চলে যাবেন৷ আমি আশ্রয় দেব৷ আপনাদের সঙ্গে আমিও লড়াই করব৷’’

বিকাশ ভবনের সামনে ৬ দিন ধরে অনশন চালাচ্ছেন শিক্ষকরা। তাঁদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, স্কুল বন্ধ করে কোনও আন্দোলন করা চলবে না। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রীকে পাল্টা আন্দোলনকারীরা জানান, নির্দিষ্ট ছুটি নিয়েই তাঁরা রাজ্যের বিরুদ্ধে অনশন করছে। তাদের অনশনে স্কুলের পঠনপাঠন কোনরকম ভাবেই ব্যাহত হয়নি৷ উল্টে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে শিক্ষকদের বক্তব্য, দাবি মানা না হল তাঁরা এই কর্মসূচি লাগাতার চালিয়ে যাবেন৷

অভিযোগ, শুধুমাত্র সংগঠন করার জন্য অনৈতিক ভাবে বিকাশ ভবন ১৪ জন শিক্ষাককে বদলি করেছে। তাও আবার ৪০০-৫০০ কিমি দূরে। যা অগনতান্ত্রীক বলে মনে করেন উস্থির সদস্যরা। অবিলম্বে ১৪ জন শিক্ষককে ফের আগের জায়গায় বহাল করতে হবে বলেও জানান তাঁরা৷ না হলে বিকাশ ভবনের সামনে অনশন চলবে বলে জানিয়েছেন তাঁরা৷ সেই সঙ্গে তাঁদের আরও দাবি, অবিলম্বে প্রাইমেরি শিক্ষকদের বেতন কাঠামোয় পরিবর্তন করতে হবে রাজ্যকে। সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোয় পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =