মহুয়ার অনুরোধে দেবশ্রীর সঙ্গে কথা, দিলীপ মন্তব্যে পাল্টা তৃণমূল সাংসদ

কলকাতা: দেবশ্রী রায় বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুরোধে দেবশ্রীর সঙ্গে কথা হয়েছে বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির৷ পাল্টা খোঁচা মহুয়ার৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি মহুয়া মিত্রকে ফোন করে বললাম, করিমপুর যাচ্ছি৷ তুমিও চলো৷ তখন মহুয়া আমাকে মজা করে বলল, আপনিও যাবেন না৷ আমিও যাব না৷ তাহলে আমাদেরও

মহুয়ার অনুরোধে দেবশ্রীর সঙ্গে কথা, দিলীপ মন্তব্যে পাল্টা তৃণমূল সাংসদ

কলকাতা: দেবশ্রী রায় বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অনুরোধে দেবশ্রীর সঙ্গে কথা হয়েছে বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির৷ পাল্টা খোঁচা মহুয়ার৷

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমি মহুয়া মিত্রকে ফোন করে বললাম, করিমপুর যাচ্ছি৷ তুমিও চলো৷ তখন মহুয়া আমাকে মজা করে বলল, আপনিও যাবেন না৷ আমিও যাব না৷ তাহলে আমাদেরও সভা করতে হবে৷ এই বলতে বলতেই ও আমাকে বলল, দেবশ্রী আপনাকে খুঁজছে৷ কথা বলবে৷ আপনার সঙ্গে কি ওঁর কথা হয়েছে৷ মিডিয়াতে বলাবলি হচ্ছে৷ দিল্লিতে গিয়েছিল৷ তখন আমি বললাম, আমার সঙ্গে দেখা হয়নি৷ কথা হয়নি৷ ও তখন বলল, দেবশ্রী আপনাদের পার্টি অফিসে গিয়েছিল৷ টিএমসি, বিজেপি নিচ্ছে না৷ চিন্তায় আছে৷ আপনার সঙ্গে কথা বলতে চাই৷ আমি বললাম, ঠিক আছে৷ আমার সঙ্গে দেখা করতে চাইলে আমি দেখা করব৷ কথা বলব৷’’

দিলীপের আরও মন্তব্য, ‘‘দেবশ্রী রায় আমার সঙ্গে কথা বললে বলে আমার বাড়িতে একদিন এসেছিলেন৷ আমার সঙ্গে কথা হয়নি৷ পরে আমি একদিন ওঁকে ডাকলাম৷ তারপর কিছু ব্যক্তি কথা হল৷ আমি তখন জিজ্ঞাসা করলাম, কেন আপনি দিল্লি গিয়েছিলেন? কে নিয়ে গিয়েছিল? তখন দেবশ্রী বলল, আমাকে এনজিও নিয়ে গেছিল৷ আমি বললাম, আপনি তো যাওয়ার জন্য কোন বিতর্ক তৈরি হয়েছে৷ এই নিয়ে কথাবার্তা হয়েছে৷ এই পর্যন্ত হয়েছে কথা হয়েছে৷ মহুয়া আমাকে বলেছিলেন, আপনার সঙ্গে দেবশ্রী কথা বলতে চাই৷ আপনি ওঁর সঙ্গে কথা বলুন৷’’

এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়৷ পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ৷ সংবাদ মাধ্যমে তিনি দাবি জানান, গত ১০ মার্চের পর থেকে দেবশ্রী রায়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি৷ দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে মহুয়া মিত্র দাবি, তিনি দিলীপ ঘোষের সঙ্গে এই ধরনের কোনও মন্তব্য করেননি৷ আলাদাভাবে কোনদিন দিলীপ ঘোষের সঙ্গে দেখা হয়নি তাঁর৷ অহেতু এই নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন দিলীপ ঘোষ৷ বিধানসভায় দিলীপ ঘোষের সঙ্গে একবার তাঁর দেখা হয়েছিল বলেও মন্তব্য করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =