কলকাতা: বিজেপি তে টলিউডের অনেক তারকারা যোগ দিয়েছেন৷ কয়েকজন লাইমলাইটে আছেন৷ বাকি অনেকেই খাতায-কলমে পার্টিতে থাকা সত্ত্বেও তাঁদের তামেন দেখা মেলে না৷ কয়েকজন তারকাকে বাবুল সুপ্রিয়র উদ্যোগে তৈরি ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠনের হয়ে টলিউডের শিল্পীদের একত্রিত করার কাজ করতে দেখা যায়৷ তবে, রিমঝিম মিত্র এবং কাঞ্চনা মৈত্র-কে রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে৷ টিভি-র পর্দা থাকে লালবাজারের প্রিজন ভ্যানে উঠে পড়েছেন তাঁরা৷
বিজেপিতে রিমঝিমকে প্রথম দেখা গিয়েছিল দিলীপ ঘোষের পাশে৷ একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ সবে শেষ হয়েছে৷ ওই সভা শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দিতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠকে বেশ কয়েকজনের যোগদান পর্ব অনুষ্ঠিত হয় সাংবাদিক বৈঠকের পরেই। তখনই দেখা যায় রিমঝিমকে। তিনি দিলীপ ঘোষের হাত থেকেই পতাকা তুলে নেন৷ দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার বিতর্ক সেই সময় তৈরি হয়নি৷ তার অনেক আগেই গেরুয়া শিবিরে যোগ দেন রিমঝিম৷
অন্যদিকে টেলিভিশনের পুরানো মুখ কাঞ্চনা মৈত্র দিল্লিতে বিজেপিতে যোগ দিলেও অন্যদের মতো সংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে বেঁধে রাখছেন না৷ তিনিও রাস্তায় নেমে রাজনৈতিক আন্দোলন করছেন৷ কাঞ্চনা এবং রিমঝিমকে এর আগেও রাস্তায় বক্তব্য রাখতে দেখা গিয়েছে৷ বিজেপি সূত্রে যা খবর, দলের নির্দেশেই তাঁরা রাস্তায় রাজনৈতিক আন্দোলনে নেমেছেন৷
আরএসএস ঘনিষ্ট শিক্ষক বন্ধুপ্রকাশ পাল এবং তাঁর পরিবারকে নৃশংশ খুনের ঘটনার পর আন্দোলনে নামে বিজেপি৷ ওই ঘটনার নিয়ে মেয়ো রোডে গান্ধী মূর্তির তলায় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সম্পাদক রাহুল সিনহা বক্তব্য রাখেন৷ ওই মিটিংয়েও ছিলেন বাংলা সিনেমা এবং সিরিয়ালের পর্দার এই দুই জনপ্রিয় অভিনেত্রী৷