হাসপাতালে বসেই মিষ্টি বিলি অনুব্রতর, খাওয়ালেন ডাক্তারদের

কলকাতা: মুড়ি, বাতসা থেকে নকুলদানা খাইয়ে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এবার পিজি হাসপাতালের মধ্য থেকেই মিষ্টি বিলোলেন কেষ্ট৷ অনুব্রতর মিষ্টি খাওয়ানো থেকে বাদ গেলন না ডাক্তাররাও৷ নার্স থেকে ওয়ার্ড বয়, অ্যাটেনডেন্ট থেকে সাফাইকর্মী সবাইকেই খাওয়ালেন মিষ্টি৷ কিন্তু, হঠাৎ কেন এই উৎসব? জানা গিয়েছে, দিন কয়েক আগেই পিজি

হাসপাতালে বসেই মিষ্টি বিলি অনুব্রতর, খাওয়ালেন ডাক্তারদের

কলকাতা: মুড়ি, বাতসা থেকে নকুলদানা খাইয়ে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এবার পিজি হাসপাতালের মধ্য থেকেই মিষ্টি বিলোলেন কেষ্ট৷ অনুব্রতর মিষ্টি খাওয়ানো থেকে বাদ গেলন না ডাক্তাররাও৷ নার্স থেকে ওয়ার্ড বয়, অ্যাটেনডেন্ট থেকে সাফাইকর্মী সবাইকেই খাওয়ালেন মিষ্টি৷ কিন্তু, হঠাৎ কেন এই উৎসব?

জানা গিয়েছে, দিন কয়েক আগেই পিজি হাসপাতালের ভর্তি হন অনুব্রত৷ অপারেশন করা হয় তাঁর৷ অপারেশন সফল হওয়ার আনন্দে পিজি হাসপাতালের দক্ষ সার্জেন থেকে ডাক্তারদের নিজে হাতে খাওয়ালেন মিষ্টি৷ নার্স থেকে ওয়ার্ড বয়, অ্যাটেনডেন্ট থেকে সাফাইকর্মী, সকলের জন্যই মিষ্টির ব্যবস্থা করেছেন অনুব্রত৷ এহেন রোগী তৃণমূল নেতার ভূমিকায় বেশ খুশি হাসপাতাল কর্মীরা৷

গত সপ্তাহে ফিসচুলার সমস্যা নিয়ে পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিনে ভর্তি আছেন তৃণমূলের দক্ষিণবঙ্গের এই ডাকসাইটে নেতা৷ বিশিষ্ট সার্জেন ডাঃ দীপ্তেন্দ্রকুমার সরকারের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ডে হাসপাতালের একাধিক বিভাগীয় প্রধান ও নামী চিকিৎসকরাদের আনা হয়৷ করা হয় সফল অপারেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =