শুভেন্দু সমাজকর্মী না তৃণমূল কর্মী? প্রশ্ন তুলেছে পোস্টার

শুভেন্দু সমাজকর্মী না তৃণমূল কর্মী? প্রশ্ন তুলেছে পোস্টার

 

দেবময় ঘোষ: শোভন চট্টোপাধ্যায় যা করেছেন, শুভেন্দু অধিকারী কী তা করবেন। রাজ্য রাজনীতিতে এখন এ প্রশ্নের চতুর্দিকে আনাগোনা। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন শোভন। নেত্রীর সঙ্গে মনমালিন্য। তারপর, দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। রীতিমত সাড়ম্বরে তাকে বিজেপিতে বরণ করে নেওয়া হল। কিন্তু শোভন যা চেয়েছিলেন তা হয়তো পাননি। সেক্ষেত্রে, বিজেপিতে কার্যকরী ভূমিকায় দেখাও যায়নি শোভনকে।

আরও পড়ুন- কে ধরবে কংগ্রেসের হাল? আজই কি ইস্তফা সোনিয়ার? চর্চায় গান্ধী পরিবার

শুভেন্দু যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন, তাহলে তিনি বিজেপিতে যোগ দেবেন, তার নিশ্চয়তা কোথায়? বিজেপিতে যোগ দিয়েই শীর্ষ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হবেন শুভেন্দু, এমন সম্ভাবনা নেই। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অধীনেই তাকে কাজ করতে হবে। একটি 'রেজিমেন্টেড পার্টিতে' নিয়মের বেড়ায় আটকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, বিজেপির দিকে আদৌ ঝুঁকে নেই তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে, শুভেন্দু অধিকারী কি নিজেই রাজনৈতিক দল তৈরি করবেন?

আরও পড়ুন- তথাগতকে নিয়ে চিন্তা বাড়ছে দিলীপের? কোন পথে বঙ্গ বিজেপি?

তমলুক শহরে লাইট পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগান হয়েছে। থেমে নেই শুভেন্দুর অনুরাগীরা। তারাও লাগিয়েছে শুভেন্দুর পোস্টার। তবে, তাতে তৃণমূল কংগ্রেসের নাম নেই। পোস্টারে শুভেন্দু শুধুই সমাজকর্মী। বরং লেখা রয়েছে, 'বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী', 'সংগ্রামের ওপর নাম শুভেন্দু অধিকারী', দীনজনের ত্রাতা, আন্দোলনের অর্রক নাম শুভেন্দু অধিকারী। জল্পনা শুরু হয়েছে, তবে কি নতুন দল গড়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন শুভেন্দু? নতুন দল গড়ে নিজের পৃথক রাজনৈতিক অস্তিত্ব কায়েম করতে চাইছেন শুভেন্দু? জেলা যুব তৃণমূল অবশ্য পোস্টার নিয়ে চিন্তিত নয়। যুব তৃণমূলের নেতারা বলছে, কারও অনুগামী থাকলে পোস্টার দিতেই পারে।

আরও পড়ুন- তথাগতকে নিয়ে চিন্তা বাড়ছে দিলীপের? কোন পথে বঙ্গ বিজেপি?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বদল চাইছে বিজেপি। সেই জন্যই প্রভাবশালী মুখ বাংলার রাজনীতিতে আনার চেষ্টা করছে বিজেপি। রণনীতি স্পষ্ট। বিপক্ষ দলের মেসি-রোনালদোদের নিয়ে নিলে জন মানসে প্রভাব পড়ে। বিপক্ষও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে। লোকসভা নির্বাচনের আগে থেকেই মুকুল রায় তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে অনেক নেতাদের বিজেপিতে এনেছেন। সেই সময় থেকেই শুভেন্দুর নাম শোনা গিয়েছিল। পরবর্তী কালে এই গুঞ্জন আরও জোরাল হয়েছে। তবে, শুভেন্দু কী করবেন, তা কেউ জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =