Aajbikel

বরফ গলেনি! মঙ্গলে-বৈঠক, বুধে ‘অসন্তুষ্ট’ শুভেন্দু! চাপে সৌগত!

সূত্রের খবর, বৈঠকের কথা বাইরে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী।
 | 
বরফ গলেনি! মঙ্গলে-বৈঠক, বুধে ‘অসন্তুষ্ট’ শুভেন্দু! চাপে সৌগত!
 

কলকাতা: শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর গতকাল প্রথম দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী, পুরো বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হাইভোল্টেজ এই বৈঠকের পর তৃণমূল সাংসদ জানান, জল্পনা কেটে গিয়েছে, বৈঠক ইতিবাচক। একইসঙ্গে দাবি করেন, শুভেন্দু তৃণমূলী থাকছেন, সমস্যা নেই। কিন্তু এই দাবি করেই এখন প্রবল চাপে পড়ে গিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সূত্রের খবর, বৈঠকের কথা বাইরে আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। কারণ আদতে বৈঠক নিয়ে তিনি সন্তুষ্ট নন।

সৌগত রায়ের দাবির পর কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল অত্যুৎসাহী বিজেপি। কারণ শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর জল্পনার তীব্র হয়েছিল তিনি বিজেপিতে যোগদান করবেন। এমনকি বিজেপির তরফ হয়ে তাকে দলে আহ্বান পর্যন্ত জানানো হয়। তাই গতকালের বৈঠকের পর তৃণমূলের দাবিতে আরো একবার রাজ্যের শাসকদলের স্বস্তি ফিরে এসেছিল। তবে ২৪ ঘন্টার মধ্যেই যে আবারো অসস্তি বেড়ে যাবে তা হয়তো বুঝতে পারেননি দলের কেউ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বৈঠকের আগে তিনি নাকি জানতেন না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর আসবেন। তাই বৈঠকে ঢুকে তিনি অবাক হয়ে যান, যদিও সেই সময় কিছু বলেননি। কিন্তু বৈঠক নিয়ে তিনি যে অসন্তুষ্ট, সেটা প্রকাশিত হয়েছিল। যদিও দলের তরফে এখন বলা হচ্ছে বৈঠক নাকি ইতিবাচক। এই ব্যাপারটাই ভালো ভাবে নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। এমনকি ব্যক্তিগতভাবে তিনি সৌগত রায়কে এ ব্যাপারে জানিয়েছেন বলেও সূত্রের খবর। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব তার পরেও সৌগত রায় আশাবাদী হয়ে বলেছিলেন, শুভেন্দু তৃণমূলেই আছেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তাই গতকালের বৈঠক ব্যাপকভাবে তাৎপর্যপূর্ণ ছিল বঙ্গ রাজনৈতিক মহলের জন্য। কিন্তু সেই বৈঠক থেকেও যে আশানুরূপ ফল পাওয়া যাবে না তা প্রথমে বোঝা যায়নি।

প্রসঙ্গত, গতকাল রাতে উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে বৈঠকে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়। প্রায় দুই ঘণ্টার কাছাকাছি বৈঠক হওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় সব ধন্দ মিটে গেছে, বৈঠক ইতিবাচক হয়েছে। সেই খবরের পরেই কার্যত ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। তবে এখন এই খবর প্রকাশ্যে আসায় আবারো সুর চড়িয়েছে বঙ্গ গেরুয়া শিবির। তারা দাবি করেছে, সৌগত রায়ের কথা তারা মানেন না। আবারো শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন জল্পনা সৃষ্টি হল।

Around The Web

Trending News

You May like