বিজেপির মঞ্চে উঠতেই সাসপেন্ড আইসি

বারাসত: বিজেপির রক্তদান শিবিরের হাজির হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে সাসপেন্ড হলেন দত্তপুকুর থানার আইসি মানস সরকার৷ বারাসত জেলা পুলিশের তরফে তাঁকে সাসপেন্ডের নির্দেশ জারি করেছে৷ ডিপার্টমেন্টাল নেগলেজেন্সির কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে৷ অনেকে বলছেন, বিজেপির উত্থানে শাসকদল এখন দুশ্চিন্তায়৷ আর সেই কারণে বিজেপির রক্তদান অনুষ্ঠানে যাওয়ার অপরাধেই সাসপেন্ড করা হয়েছে আইসিকে৷ আইসি

বিজেপির মঞ্চে উঠতেই সাসপেন্ড আইসি

বারাসত: বিজেপির রক্তদান শিবিরের হাজির হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে সাসপেন্ড হলেন দত্তপুকুর থানার আইসি মানস সরকার৷ বারাসত জেলা পুলিশের তরফে তাঁকে সাসপেন্ডের নির্দেশ জারি করেছে৷

ডিপার্টমেন্টাল নেগলেজেন্সির কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে৷ অনেকে বলছেন, বিজেপির উত্থানে শাসকদল এখন দুশ্চিন্তায়৷ আর সেই কারণে বিজেপির রক্তদান অনুষ্ঠানে যাওয়ার অপরাধেই সাসপেন্ড করা হয়েছে আইসিকে৷

আইসি মানস সরকার জানিয়েছেন, সাসপেনশন অর্ডার তিনি পেয়ে গিয়েছেন৷ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর দীপঙ্কর দাসকে দত্তপুকুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =