survey
কলকাতা: চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে তুলনামূলক ভালো ফল করেছে বিজেপি। ১০ হাজারের ওপর আসন জিতেছে তারা। কিন্তু এই আসন জিতলেও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তারা চূড়ান্ত আশা রাখতে পারছে না। কারণ, বাংলার সমীক্ষা তাদের চিন্তায় রাখছে। ২০২৪ সালের লোকসভা ভোট হতে এখনও ৭ মাস মতো বাকি। তার আগে পরিস্থিতি বদলাবে কিনা, সেটা নিয়েও উদ্বেগ।
বঙ্গের শীর্ষ নেতারা ক্রমাগত একাধিক সমীক্ষা করে পাঠাচ্ছেন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বকে। আর তাতেই চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের। বাংলায় এখন দলের পরিস্থিতি পর্যালোচনা করে তারা বুঝতে পারছেন যে, আগামী বছরের নির্বাচন তাদের কাছে বড় পরীক্ষায় হতে চলেছে। ৩০ আসন পাওয়া তো দূর, আসন সংখ্যা ১০-এর নীচেও নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দলের অভ্যন্তরে। সূত্রের খবর, এক সমীক্ষায় লক্ষ্য করা গিয়েছে, পশ্চিমবঙ্গে এখন ৯টি লোকসভা কেন্দ্রে বিজেপির জিততে পারে। এদের মধ্যে অবশ্য ৫টি তে তারা আগে জিতেছে। এতএব, মাত্র ৪টি নতুন আসন পেতে পারে তারা।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় একটিও নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সবেতেই বাজিমাত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে বঙ্গের বিজেপির যা অবস্থা তাতে পরের বছরও চিত্র কিছু বদলাবে না বলেই ধারনা তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে। কারণ এমনও জায়গা আছে যেখানে বিজেপির অবস্থা আগের থেকে ভালো হলেও জেতার মতো জায়গায় তারা নেই। তাই এখন থেকে জনসংযোগ বাড়াতে উঠে পড়ে লেগেছে পদ্ম বাহিনী।