NDA না INDIA, ২০২৪ কার দখলে? সমীক্ষায় ইঙ্গিত

NDA না INDIA, ২০২৪ কার দখলে? সমীক্ষায় ইঙ্গিত

survey

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটের এখনও ঢের দেরী। কিন্তু ভোটের দামামা যে এখন থেকেই বেজে গিয়েছে তা বলাই যায়। শাসক শিবির থেকে শুরু করে বিরোধী গোষ্ঠী, সকলেই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ২০২৪ সালের নির্বাচনের জন্য বিরোধীরা আবার নতুন মোড়কে জোট ঘোষণা করেছে, যার নাম ‘ইন্ডিয়া’। আসন্ন নির্বাচনে শাসক জোট এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়া-র মধ্যে যে জয়ী হবে তা এখন বলা অসম্ভব। কিন্তু সম্প্রতি করা এক সমীক্ষা কিঞ্চিৎ ইঙ্গিত দিয়ে রাখল। 

‘ইন্ডিয়া টুডে’ গ্রুপের ‘ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অফ দ্য নেশন’ সমীক্ষার ইঙ্গিত, ২০২৪ লোকসভায় জিততে চলেছে মোদীর এনডিএ। তবে যে আসন সংখ্যা পাওয়ার কথা তারা দাবি করেছে তা তারা পাবে না। অর্থাৎ গতবারের তুলনায় তাদের আসন সংখ্যা কমবে। সমীক্ষা অনুসারে, এনডিএ এবারেও ৩০০ আসনের গণ্ডি টপকাবে বটে কিন্তু সেই অর্থে ‘গেরুয়া ঝড়’ দেখা যাবে না। তারা ৩০৬ টি আসন পেতে পারে, অন্যদিকে বিরোধী জোটের ১৯৩ টি আসন পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের বেশ কিছুটা বেশি আসনই থাকবে এনডিএ-র হাতে।  

ভোট শতাংশের হিসেবেও ‘ইন্ডিয়া’ কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ‘এনডিএ’-এর। সমীক্ষায় দেখা গিয়েছে, দুই জোটের ভোট শতাংশের ব্যবধান ২-৩ শতাংশ হতে পারে। এর থেকে বোঝা যায়, বিজেপি তথা এনডিএ জোটের গ্রহণযোগ্যতা আগের থেকে তুলনায় কমেছে। যদিও এই সমীক্ষার ফল অনুযায়ী তা আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =