survey
নয়াদিল্লি: লোকসভা নির্বাচন আর বেশি দেরি নয়। বছর ঘুরলেই ৪ মাসের মধ্যে এই ভোট। কিন্তু তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। এর সঙ্গে একটা প্রশ্ন নিয়েও আলোচনা শুরু হয়েছে যে, নরেন্দ্র মোদী বনাম কে? বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে হবেন তা নিয়ে জল্পনা আগেও বহাল ছিল, ‘ইন্ডিয়া’ জোট গঠিত হওয়ার পরেও বহাল আছে। তবে সাম্প্রতিক এক সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে তা বাংলার তৃণমূলের জন্য খুব একটা সুখকর নয়।
এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৬২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। আর এই পদে তাদের দ্বিতীয় পছন্দ রাহুল গান্ধী। তিনি পেয়েছেন ১৯ শতাংশ ‘ভোট’। তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে চেয়েছেন ৫ শতাংশ ভোটার। দেশের বিরোধী দলগুলি এখনও প্রধানমন্ত্রী পদে কারা ভাবা হয়েছে তার ইঙ্গিত দেয়নি। কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর পদে বসানোর দাবিতে ব্যানার দেখা গিয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। কিন্তু দেশের কত মানুষ তাঁকে চাইছেন তা এই সমীক্ষায় ধরা পড়েছে।
বিষয়টি ঘাসফুলের জন্য একদমই সুখের নয় কারণ প্রধানমন্ত্রী পদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মাত্র ২.৭ শতাংশ ‘ভোট’। তাঁর আগে আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পেয়েছেন ২.৮ শতাংশ ‘ভোট’। প্রসঙ্গত, পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে, প্রতি ১০ ভারতীয়র মধ্যে ৮ জনই পছন্দ করেন নরেন্দ্র মোদীকে। সাধারণ হিসেবে দেখা গিয়েছে, ন্যূনতম ৫৫ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ শতাংশ মানুষ তাঁকে পছন্দ করছেন প্রধানমন্ত্রী হিসেবে।