নয়াদিল্লি: প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার মতো তথ্যপ্রমাণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআইকে এই নির্দেশ দিয়েছে।
বুধবার ফের শুনানি। প্রমাণ নষ্ট করা বা হাপিস করার পিছনে রাজীব কুমারের কোনও ভূমিকা আছে, আগে এটা প্রমাণ করতে বলেছে শীর্ষ আদালত। সিবিআইকে দেখাতে হবে কীভাবে রাজীব কুমার প্রমাণ নষ্ট করেছেন। এবং তা রাজনৈতিক, তদন্তের স্বার্থেই।
Saradha chit fund scam: Supreme Court asks CBI to show material and convince the court on its plea for custodial interrogation of former Kolkata Police Commissioner Rajeev Kumar. Court to hear the plea tomorrow. pic.twitter.com/ZnAaPb3O9l
— ANI (@ANI) April 30, 2019
সুপ্রিম কোর্ট প্রভাবশালীদের সঙ্গে লেনদেনের হিসেব লেখা ল্যাপটপের তথ্য, মোবাইল ফোন বা ডায়েরি সিবিআইকে দেখাতে হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, শুধুমাত্র হলফনামাই যথেষ্ট নয়। প্রমাণ লোপাটে রাজীব কুমারের ভূমিকার প্রমাণ দিতে হবে।