সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণেই টগবগে মেজাজে পার্থ-কেষ্ট-বালু! মিলবে জামিন?

Supreme Court Bail Observation রেশন দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাঁদের জামিন…

Supreme Court Bail Observation Supreme Court ruling on shop signboards Supreme Court rejects shop signboard rule

Supreme Court Bail Observation

রেশন দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাঁদের জামিন মঞ্জুর করেছেন নগর দায়রার বিশেষ ইডি আদালতের বিচারক।

Supreme Court observation on bail

আদালতের এই নির্দেশ সামনে আসার পরেই নতুন করে জামিনের আশায় দিন গুণতে শুরু করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গরু পাচার মামলায় জেলবন্দি কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল বা রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মতো অনেকেই। আর তাঁদের ভরসা জোগাচ্ছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি পর্যবেক্ষণ। শুধু ভরসা নয়, বলা ভাল সেই পর্যবেক্ষণ সামনে আসার পরেই রীতিমতো টগবগ করে ফুটছেন তাঁরা। এবার হয়ত তাঁদেরও জামিন হবে, এমনটা মনে করছে আইনজীবী মহলের একাংশও। কী পর্যবেক্ষণ শুনিয়েছে সুপ্রিম কোর্ট?

West Bengal corruption cases

সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ একটি মামলার শুনানিতে পর্যবেক্ষণে জানিয়েছেন জামিন-ই হল নিয়ম, আর জেল হল ব্যতিক্রম! এমনকী মানি লন্ডারিং মামলাতেও এই বিষয়টি প্রযোজ্য বলে পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই যুক্তিতে সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এক সহযোগীর জামিন মঞ্জুর করেছে। অবৈধ খনি সংক্রান্ত মামলায়‌ হেমন্তের পাশাপাশি তাঁকেও গ্রেফতার করেছিল ইডি।

Partha Chatterjee, Anubrata Mondal, Jyotipriya Mallick

সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে কোনও ব্যক্তিকেই তাঁর স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। কোনও মামলায় সর্বোচ্চ শাস্তির এক তৃতীয়াংশ কোনও জেলবন্দি যদি কাটিয়ে দিয়ে থাকেন তাহলে তাঁর জামিন মঞ্জুর হওয়া উচিত বলেও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। এই পরিস্থিতিতে আইনজ্ঞ মহলের একাংশ মনে করছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে হাতিয়ার হতে পারে কেষ্ট-বালু-পার্থদের। এই বিষয়টিকে হাতিয়ার করে নতুন করে তাঁরা জামিনের আবেদন জানাবেন, এমনটাই মনে করা হচ্ছে।

Supreme Court

বিগত দিনে বারবার জামিনের আবেদন জানিয়ে লাভ হয়নি তাঁদের। যে কোনও শর্তে জামিন চাইতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য একটাই, তাঁরা প্রত্যেকেই প্রভাবশালী। তাই পার্থ, কেষ্ট, বালুদের জামিন হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এই যুক্তিতেই বারবার তাঁদের জামিন আটকে দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সামনে আসার পর গোটা ছবিটা বদলে যেতে পারে বলে আইনজ্ঞ মহল মনে করছে। তাই আগামী দিনে পার্থরা জামিন পান কিনা এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন-

PoliticsSupreme Court‘s recent observation on bail as a rule sparks hope for Partha Chatterjee, Anubrata Mondal, and Jyotipriya Mallick. Will the corruption-accused West Bengal leaders secure their release? Legal experts weigh in on the impact of this ruling.