নয়াদিল্লি: অস্বস্তি কিছুটা কাটলেও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট৷ আজ, মামলা শুনানিতে দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মনোনয়ন জমা দিতে বিষ্ণুপুর কেন্দ্র ঢুকতে পারবেন সৌমিত্র৷ তবে, স্থায়ী ভাবে তিনি জেলায় থাকতে পারবেন না৷
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের অন্যতম দাপুটে নেতা সৌমিত্র খাঁ৷ প্রচার করার জন্য অনুমতি নিতে আদালতের যান তিনি৷ ২০১৯ লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ-কে প্রার্থী করেছে বিজেপি৷ অথচ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চাকরি প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷
Supreme Court refuses to vacate the Calcutta High Court order which had directed, West Bengal BJP candidate, Soumitra Khan not to enter his district Bankura, but allowed him to enter the district only to file his nomination papers. pic.twitter.com/aLedJXooIA
— ANI (@ANI) April 12, 2019
অভিযোগকারী আর কেউ নয় স্বয়ং তাঁর পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল। এই অভিযোগে চলতি বছরের শুরুতেই বড়জোড়া থানায় তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করে ভাই প্রশান্ত। দু’বছর কেটে গেলেও তিনি স্কুলের চাকরিও পাননি এমনকি ফেরত পাননি টাকাও। প্রতারণা মামলায় বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র ওপর বাঁকুড়ায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট৷
কিন্তু বাঁকুড়ায় প্রবেশ না করলে তিনি কি করে তাঁর নির্বাচনী প্রচার চালাবেন। প্রচার করার অনুমতি চেয়ে শেষমেশ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন সৌমিত্র। আজ, আসেই আর্জি গ্রহণ করে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷