নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকটি দেখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ নির্বাচন কমিশনের প্যানেলকে নির্দেশ দিয়েছে পুরো বায়োপিকটি (পিএম নরেন্দ্র মোদি) দেখার পর মুখবন্ধ খামে তার রিপোর্ট ১৯ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে।
যাতে ২২ এপ্রিল, এই মামলার পরবর্তী শুনানির দিন বিচারপতিরা সিদ্ধান্ত নিতে পারেন। বায়োপিকের প্রযোজকদের তরফে এদিন আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি। এই বায়োপিকটির মুক্তি পাওয়ার একদিন আগে (১০ এপ্রিল) নির্বাচন কমিশন রিলিজের উপর নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই দেশের শীর্ষ আদালতে সওয়াল করেন তিনি।