বিজেপি যোগ দিয়েও টিকিট পেলেন না সানি-গম্ভীর

কলকাতা: রবিবার রাতে দেশের সাতটি লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। আর তাতে জোড়া জল্পনার অবসান হল। শনিবারই অভিনেতা সানি দেওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। তারপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, ‘গদর’ খ্যাত এই বিখ্যাত অভিনেতাকে অমৃতসর থেকে প্রার্থী করতে চায় বিজেপি। যদিও এদিনের প্রকাশিত তালিকায় দেখা

বিজেপি যোগ দিয়েও টিকিট পেলেন না সানি-গম্ভীর

কলকাতা: রবিবার রাতে দেশের সাতটি লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। আর তাতে জোড়া জল্পনার অবসান হল।

শনিবারই অভিনেতা সানি দেওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। তারপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, ‘গদর’ খ্যাত এই বিখ্যাত অভিনেতাকে অমৃতসর থেকে প্রার্থী করতে চায় বিজেপি। যদিও এদিনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে পাঞ্জাবের এই বিখ্যাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন হরদীপ পুরী। অন্যদিকে, কিছুদিনে আগেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে তাঁর রাজ্য থেকেই পদ্মফুল চিহ্নে দাঁড় করানো নিয়ে ক্রীড়া ও রাজনৈতিক মহলে জল্পনা চড়েছিল। কিন্তু এদিন বিজেপি যে তালিকা প্রকাশ করেছে, তাতে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়কের নাম নেই। দেশের রাজধানীর অন্তর্গত চাঁদনি চক কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =