মনোনয়ন জমা দিলেন সানি দেওল

চণ্ডীগড়: পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভার জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা সানি দেওল। সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দিয়ে সানি গুরুদাসপুরের দিকে রওনা হন। পথে দুর্গিয়ানা মন্দিরেও পুজো দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ভাই ববি দেওল। এছাড়াও সানি দেওলের সঙ্গে ছিলেন পাঞ্জাব বিজেপির প্রধান এবং রাজ্যসভার সদস্য স্বয়াইত মালিক, হরিয়ানার অর্থমন্ত্রী এবং পাঞ্জাব

মনোনয়ন জমা দিলেন সানি দেওল

চণ্ডীগড়: পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভার জন্য সোমবার মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা সানি দেওল। সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দিয়ে সানি গুরুদাসপুরের দিকে রওনা হন। পথে দুর্গিয়ানা মন্দিরেও পুজো দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন ভাই ববি দেওল।

এছাড়াও সানি দেওলের সঙ্গে ছিলেন পাঞ্জাব বিজেপির প্রধান এবং রাজ্যসভার সদস্য স্বয়াইত মালিক, হরিয়ানার অর্থমন্ত্রী এবং পাঞ্জাব বিজেপির নির্বাচনী ইনচার্জ ক্যাপ্টেন অভিমন্যু এবং অকালি দলের নেতা গুরবচন সিং বাবেহালি। পরে গুরুদাসপুরের পিডিএ গ্রাউন্ডে একটি জনসভা করেন সানি। বিজেপি এবং অকালি দলের অনেক নেতা সেই জনসভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =